গাজীপুরে বিএনপির দুপক্ষের সংঘর্ষ-গুলি, আহত ৩
গাজীপুর মহানগরীতে দুর্গাপূজার অনুদানের টাকা বিতরণ অনুষ্ঠান শেষে ফেরার পথে বিএনপির দুপক্ষের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলি হয়েছে। এতে তিনজন আহত হয়েছেন।
আহতরা হলেন, মহানগর যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম টিটু (৪৫) ও নগরীর ২৭ নং ওয়ার্ড বিএনপির উপদেষ্টা সাবেদ তালুকদার (৫২)। তাদের গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়াও মনিরুল ইসলাম সাগর নামে আরেকজন আহত হয়েছেন বলে জানা গেছে। তবে তার বিষয়ে বিস্তারিত জানা যায়নি।
আজ সোমবার (৭ অক্টোবর) দুপুর সোয়া ১টায় মহানগরীর সদর মেট্রো থানাধীন জয়দেবপুর রেলগেইট এলাকায় শ্রী শ্রী জয়কালী মন্দিরের সামনে এ ঘটনা ঘটে।
গাজীপুর মহানগর পুলিশের সদর মেট্রো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাহেতুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
বিএনপির নেতা-কর্মীরা জানান, দুর্গাপূজা উপলক্ষে গাজীপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এম মঞ্জুরুল করিম রনির পক্ষ থেকে আলোচনা সভা ও অনুদান প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। মঞ্জুরুল করিম বর্তমানে দেশের বাইরে রয়েছেন। তার অনুপস্থিতিতে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহানগর সদর থানার সভাপতি মেহেদী হাসান, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, বিএনপি নেতা জি এস সুরুজ আহমেদ, সিটির ২৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হান্নান মিয়া এবং মহানগর কালীমন্দিরের সদস্যসচিব বাপ্পি দে। বেলা সোয়া ১টার দিকে অনুষ্ঠান শেষ হলে অতিথিরা চলে যান।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর সোয়া ১টার দিকে অনুষ্ঠান শেষে চলে যাওয়ার সময় কালী মন্দিরের বাইরে জয়দেবপুর রেলক্রসিং এলাকায় পূর্ব শত্রুতার জেরে বিএনপির দুপক্ষের নেতা-কর্মীদের মধ্যে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে তারা সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় গুলি ও চাপাতি নিয়ে হামলার ঘটনা ঘটে। এতে তিনজন আহত হন।
স্থানীয়রা জানান, নগরীর সাহাপাড়া এলাকার স্থানীয় বিএনপি নেতা কালীগঞ্জের জাঙ্গালিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোফাজ্জল হোসেনের অনুসারী সৌরভ গ্রুপের সঙ্গে গাজীপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এম মঞ্জুরুল করিম রনির অনুসারী বরুদা এলাকার মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক মনিরুল ইসলাম সাগর গ্রুপের মধ্যে গোলাগুলি ও ধাওয়া-পাল্টা ধাওয়া হয়।
অনুষ্ঠানে উপস্থিত জিএস সুরুজ আহমেদ জানান, অনুষ্ঠান শেষে আমরা চলে আসার পর কি ঘটনা ঘটেছে জানা নেই।
সাবেক কাউন্সিলর হান্নান মিয়া হান্নু বলেন, 'আমরা চলে আসার পর হামলার ঘটনা ঘটেছে। পূর্ব শত্রুতার জেরে এ ঘটনা ঘটে থাকতে পারে।'
এ বিষয়ে গাজীপুর মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকার বলেন, 'মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মঞ্জুরুল কবির রনির অনুষ্ঠান ছিল। রনি বর্তমানে দেশের বাইরে রয়েছে। তিনি ভার্চুয়ালি এ অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। সেখানে তার সমর্থকদের দুপক্ষের মধ্যে পূর্ব বিরোধের জেরে হামলা ও গোলাগুলি হয়েছে বলে শুনেছি।'
তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসক শেখ ফরিদ বলেন, 'দুপুরে আহত অবস্থায় একজন হাসপাতালে আনা হয়েছে।'
গাজীপুর মহানগর পুলিশের সদর মেট্রো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাহেতুল ইসলাম বলেন, 'দুপক্ষের সংঘর্ষে দুজন আহত হয়ে হাসপাতালে ভর্তি আছেন। সাগর নামের অপরজন আহত হয়েছেন শুনেছি, কিন্তু কোথায় আছেন, আহত হয়েছেন কি না তা বলতে পারছি না।'
তিনি বলেন, 'এ ঘটনায় আজ রাত ৮টা পর্যন্ত কেউ অভিযোগ দেননি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।'