পূজার সরকারি ছুটি একদিন বাড়ল
বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গা পূজা উপলক্ষ্যে আগামী ১০ অক্টোবর ২০২৪ তারিখে (বৃহস্পতিবার) অতিরিক্ত ছুটির ঘোষণা দিয়েছেন প্রধান উপদেষ্টার কার্যালয়।
আজ (৮ অক্টোবর) ঢাকেশ্বরী মন্দিরে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টা কার্যালয়ের বিশেষ সহকারী মাহফুজ আলম এ ঘোষণা দেন। ছুটি ঘোষণা করে শীঘ্রই একটি প্রজ্ঞাপন জারি করা হবে বলে জানান তিনি। সাংবাদিকদের মাহফুজ আলম বলেন, "দুর্গা পূজার আনন্দময় উদ্যাপন নিশ্চিত করতেই এই অতিরিক্ত ছুটি দেওয়া হয়েছে"।
ধর্মীয় নেতৃবৃন্দ এবং হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধিরা এই সিদ্ধান্তকে স্বাগতম জানিয়েছেন। সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টা কার্যালয়ের প্রেস উইং-এর সদস্যরাও উপস্থিত ছিলেন। সরকার সব নাগরিককে আহ্বান জানিয়েছে, যাতে দুর্গা পূজার সময় একতা, সম্মান এবং শান্তি বজায় থাকে।
এবারের দুর্গা পূজার আনুষ্ঠানিক উদযাপন শুরু হবে বুধবার (৯ অক্টোবর)। দশমীর দিন প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে দুর্গা পূজা শেষ হবে। সবমিলিয়ে তাই এবার মোট চারদিন দুর্গা পূজার ছুটি থাকবে।