বরিশালে ডেঙ্গুতে দুই নারীর মৃত্যু, বিভাগে নতুন আক্রান্ত ১০৮
ডেঙ্গু আক্রান্ত হয়ে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় দুই নারীর মৃত্যু হয়েছে। এছাড়াও নতুন করে বরিশাল বিভাগে ১০৮ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে।
এ নিয়ে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে বরিশাল বিভাগে ২৬ জনের মৃত্যু হলো। আর আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৩ হাজার ৬৭২ জন।
মারা যাওয়া ওই দুই নারী হলেন পটুয়াখালীর বাউফল উপজেলার সূর্যমনি গ্রামের অজুফা বেগম (৪৫) ও পিরোজপুর জেলার মঠবাড়িয়ার বাসিন্দা কোহিনূর বেগম (৪০)।
আজ শনিবার (১২ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের বরিশাল বিভাগীয় পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ দাস এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, অজুফা বেগম ডেঙ্গু আক্রান্ত হয়ে ১০ অক্টোবর ও কোহিনূর বেগম ৭ অক্টোবর শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছিলেন। গতকাল (১১ অক্টোবর) তারা দুজনেই মারা যান।
বিভাগে মারা যাওয়া ২৬ জনের মধ্যে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ২০ জন, বরগুনায় দুজন, পটুয়াখালীতে দুজন এবং ভোলা ও পিরোজপুরে একজন দুজন রয়েছেন।
এছাড়া চলতি বছর ১ জানুয়ারি থেকে ১১ অক্টোবর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত ৩ হাজার ৬৭২ জনের মধ্যে সবচেয়ে বেশি বরগুনায় এক হাজার ২৬ জন, শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ৫৮১, বরিশালের অন্যান্য সরকারি হাসপাতালে ৪৪৮, পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ২৭২, পটুয়াখালীর অন্যান্য হাসপাতালে ৩৮৮, ভোলায় ৩৫৭, ঝালকাঠিতে ৯৯ ও পিরোজপুরে ৫০১ জন ডেঙ্গু আক্রান্ত রোগী সরকারি হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
এর মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন তিন হাজার ৩১৬ জন। হাসপাতালে চিকিৎসাধীন আছেন ৩৩০ জন।
ডা. শ্যামল কৃষ্ণ দাস জানান, ডেঙ্গু আক্রান্তদের দ্রুততার সাথে এবং অধিক গুরুত্ব দিয়ে চিকিৎসা দেওয়ার জন্য প্রতিটি হাসপাতালে নির্দেশনা দেওয়া আছে। ডেঙ্গু থেকে বাঁচতে চিকিৎসার পাশাপাশি এডিস মশা যেন না জন্মাতে পারে সেই উদ্যোগ নেওয়া উচিত।