ভারত হাসিনাকে ‘ট্রাভেল পাস’ দিলেও দুই দেশের সম্পর্কের অবনতি হবে না: পররাষ্ট্র উপদেষ্টা
গণঅভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত 'ট্রাভেল পাস' দিলেও তাতে দুই দেশের সম্পর্কের অবনতি হবে না বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।
গতকাল (১২ অক্টোবর) নরসিংদীর সেবা সংঘ পূজামণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
পররাষ্ট্র উপদেষ্টা বলেন, 'ট্রাভেল ডকুমেন্ট যেকোনো দেশ যেকোনো ব্যক্তিকেই ইস্যু করতে পারে। আমাদের তা ঠেকানোর কোনো উপায় নেই।
'তবে কোনো মামলায় যদি তাকে (শেখ হাসিনা) আদালত হাজির করতে বলেন, তাহলে আমরা যথাযথ ব্যবস্থা গ্রহণ করব।'
রক্তক্ষয়ী গণআন্দোলনের মুখে গত ৫ আগস্ট দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সম্প্রতি বিভিন্ন সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, ভারত সরকার শেখ হাসিনার জন্য একটি 'ট্রাভেল ডকুমেন্ট' ইস্যু করেছে। এর ফলে তিনি বিশ্বের যেকোনো দেশে ভিসা নিয়ে যেতে পারবেন।
পররাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, প্রতিবেশী দেশগুলোর মধ্যে ভালো সম্পর্ক বজায় রাখা উভয়ের জন্য গুরুত্বপূর্ণ।
'ভারতের সাথে আমাদের কিছু বিষয়ে অস্বস্তি ছিল, সেটা কাটিয়ে ওঠার চেষ্টা করব। আমাদের মধ্যে বিদ্যমান যে সম্পর্ক আছে, সেটা বজায় থাকবে। সম্পর্ক উন্নয়ন উভয়েরই দরকার। ভারতের যেমন আমাদের দরকার, তেমনি আমাদেরও তাদের দরকার,' বলেন তিনি।