সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার
সাবেক কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার সন্ধ্যা ৬টার দিকে রাজধানী ইস্কাটন এলাকা থেকে গোয়েন্দা পুলিশের একটি দল তাকে গ্রেপ্তার করে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক এ তথ্য নিশ্চিত করেছেন। তবে কোন মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হবে, সে বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি বলে জানান তিনি।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেরে গত ৫ আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর থেকে আব্দুর রাজ্জাককে আর জনসমক্ষে দেখা যায়নি।
সর্বশেষ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-১ আসন থেকে নির্বাচিত হয়েছিলেন আব্দুর রাজ্জাক। তিনি আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য।
এর আগে টাঙ্গাইলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে আব্দুর রাজ্জাকসহ ১১৭ জনের বিরুদ্ধে মামলা করা হয়। এছাড়াও তার বিরুদ্ধে আরও কয়েকটি মামলা রয়েছে।