আওয়ামী লীগের ৩ নির্বাচনের অনিয়ম চিহ্নিত করবে সংস্কার কমিশন
আওয়ামী লীগের অধীনে অনুষ্ঠিত তিনটি জাতীয় নির্বাচনে ঘটে যাওয়া অনিয়ম ও ব্যত্যয়গুলো চিহ্নিত করা হবে বলে জানিয়েছেন নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ড. বদিউল আলম মজুমদার।
সোমবার (১৪ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নির্বাচন কমিশন (ইসি) সচিবসহ সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক শেষে এমন কথা জানান তিনি।
বদিউল আলম বলেন, "যেসব অনিয়ম ও ব্যত্যয় ঘটেছে, এগুলো আমরা চিহ্নিত করবো। ভালো কিছু হয়ে থাকলে সেগুলোও আমরা চিহ্নিত করবো। নির্বাচনী প্রক্রিয়াটা তো একদিনের বিষয় নয়। এটা একটা সাইকেল। এ সাইকেল পর্যালোচনা করে ব্যত্যয় যা হয়েছে, তা চিহ্নিত করে সুপারিশ করবো।"
অনিয়মে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্যও সুপারিশ করা হবে কিনা জানতে চাইলে সংস্কার কমিশনের প্রধান বলেন, "আমাদের সুপারিশ থাকবে। তবে সে কথা বলার সময় এখনও আসেনি। আমরা কর্মকর্তা এবং কমিশনের বিষয়ও পর্যালোচনা করবো।"
"এখন আইন-কানুন বিধিমালা পর্যালোচনা করছি। যাতে আমাদের সুস্পষ্ট ধারণা হয় এবং সুনির্দিষ্টভাবে বিষয়গুলো চিহ্নিত করে সংস্কার করতে পারি," তিনি যোগ করেন।
এদিকে সকলের মতামত নিতে একটি ওয়েবসাইট করার কথাও জানান তিনি।
বদিউল আলম বলেন, "আমরা একটি ওয়েবসাইট তৈরি করছি। এতে কী থাকা উচিত, তা নিয়ে আলোচনা করেছি। আমাদের ফেসবুক পেজ হবে, আমাদের ই-মেইল হবে। সবার কাছ থেকে তথ্য, প্রস্তাব, সুপারিশ চাইবো। ওয়েবসাইট ইসির ওয়েবসাইটের সাবডোমেইন হবে। এক সপ্তাহের মধ্যেই এটি হয়ে যাবে।"
তিনি বলেন, "আমরা লাইন ধরে ধরে পর্যালোচনা করছি…সবচেয়ে বড় আইন হলো গণপ্রতিনিধিত্ব আদেশ। আরপিও আমরা গভীরভাবে পর্যায়ে পর্যালোচনা করছি। জাতীয় নির্বাচনের জন্য এটা 'মাদার অব ল'। এরপর সীমানা পুনর্নির্ধারণ আইন আছে, ভোটার তালিকা আইন, ইসি সচিবালয় আইন, স্থানীয় সরকার নির্বাচন আইন— এরকম অনেক আইন আছে। সেগুলো নিয়েও পর্যালোচনা করতে হবে। পর্যালোচনা করে সে বিষয়ে সুপারিশ করা হবে।"
তিনি আরও বলেন, "কমিশনের নিয়োগের আইন অগ্রাধিকার। সরকার যখন চাইবে, আমরা আশা করি তখনই উনাদের একটি খসড়া দিতে পারবো।"