সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক ২ দিনের রিমান্ডে
ঢাকার নিউমার্কেট এলাকায় ব্যবসায়ী আবদুল ওয়াদুদ হত্যা মামলায় সাবেক কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আবদুর রাজ্জাকের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার (১৫ অক্টোবর) ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মাহবুবুল হক এ আদেশ দেন।
এর আগে রাজ্জাককে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। উভয় পক্ষের শুনানি শেষে ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মাহবুবুল হকের আদালত তার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
গতকাল সোমবার (১৪ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজধানীর ইস্কাটন এলাকা থেকে আব্দুর রাজ্জাককে গ্রেপ্তার করা হয়।
গত ১৯ জুলাই নিউমার্কেটের ১নং গেটের সামনে আব্দুল ওয়াদুদকে হত্যা করা হয়।
এ ঘটনায় নিহতের শ্যালক আব্দুর রহমান বাদী হয়ে গত ২১ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক মন্ত্রী ওবায়দুল কাদের, আনিসুল হক, আসাদুজ্জামান খান কামাল এবং শেখ হাসিনার সাবেক উপদেষ্টা সালমান এফ রহমানসহ ১৩০ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন।