সারদায় পুলিশের ২৫০ প্রশিক্ষণার্থী এসআইকে অব্যাহতি
শৃঙ্খলাভঙ্গের অভিযোগে রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমি থেকে ৮২৩ জনের ক্যাডেট এসআইয়ের (উপপরিদর্শক) মধ্যে ২৫০ জনের বেশি প্রশিক্ষণার্থীকে অব্যহতি দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২২ অক্টোবর) একাডেমির অধ্যক্ষ ও অতিরিক্ত আইজিপি মাসুদুর রহমান ভুঞা এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, প্রশিক্ষণ চলাকালে শৃঙ্খলাভঙ্গের কারণে ২৫২ জনকে চাকরি থেকে 'ডিসচার্জ' করা হয়েছে। এজন্য প্রত্যেককে চিঠি ইস্যু করা হচ্ছে।
মাসুদুর রহমান ভুঞা বলেন, ৪০তম ব্যাচের আউটসাইডার ক্যাডেট হিসেবে মোট ৮০৪ জন প্রশিক্ষণরত ছিলেন। তাদের মধ্যে শৃঙ্খলাভঙ্গের দায়ে ২৫২ জনকে ডিসচার্জ করা হয়েছে।
'এটা রাজনৈতিক কোনো ইস্যু না। শৃঙ্খলাভঙ্গের জন্য তাদের ডিসচার্জ করা হয়েছে,' বলেন তিনি।
তবে শৃঙ্খলাভঙ্গের অভিযোগ আনা হলেও সুনির্দিষ্ট অভিযোগের বিষয়ে জানতে চাইলে পুলিশ একাডেমি সারদা অথবা পুলিশ সদর দপ্তরের কেউ বিস্তারিত কিছু বলতে রাজি হননি।
২০২৩ সালের ১১ নভেম্বর ক্যাডেট এসআই সদস্যদের ট্রেনিং শুরু হয়েছিল। শেষ হওয়ার কথা ছিল ৪ নভেম্বর।
তবে সূত্র জানিয়েছে, ঠিক সময়ে ক্লাসে যোগ না দেওয়া, ঊর্ধ্বতনদের কমান্ড ফলো না করা, নিজেদের কারও কারও সঙ্গে মারামারি, প্রশিক্ষণে ফাঁকি দেওয়া, অনৈতিক সর্ম্পকে জড়িয়ে যাওয়াসহ বেশ কিছু অভিযোগ দেখিয়ে অব্যাহতি এসব প্রশিক্ষণার্থী এসআইদের অব্যাহতি দেওয়া হয়েছে।
এর আগে ২০ অক্টোবর বাংলাদেশ পুলিশ একাডেমি, রাজশাহীতে ৪০তম বিসিএস (পুলিশ) ব্যাচের সমাপনী কুচকাওয়াজও হঠাৎ অনিবার্য কারণবশত স্থগিত করা হয়। এর মধ্যে সারদায় ২৫০ প্রশিক্ষণপ্রাপ্ত এসআইকে অব্যাহতি দেওয়া হলো।
পুলিশের এসআই পদে চাকরির জন্য প্রার্থীকে শারীরিক, লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হয়। পরীক্ষা দিতে হয় কম্পিউটার চালানোর দক্ষতার ওপরেও। এসব ধাপ পেরিয়ে প্রার্থীর স্বাস্থ্য পরীক্ষা করা হয়ে থাকে। এরপর চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থী 'আউটসাইড ক্যাডেট' হিসেবে সারদায় এক বছরের জন্য মৌলিক প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।
এবার আউটসাইড ক্যাডেট ব্যাচে মোট ৮০৪ জন ছিলেন। সাধারণত অক্টোবর-নভেম্বর মাসে আউটসাইড ক্যাডেট ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। এই পাসিং আউটের পর মৌলিক প্রশিক্ষণপ্রাপ্ত এসআইদের পুলিশের বিভিন্ন ইউনিটে মাঠপর্যায়ে কাজে পাঠানো হয়। সেখানে এক বছর পূর্ণ হলে তাদের চাকরি স্থায়ী করা হয়ে থাকে।