রাষ্ট্রপতির পদত্যাগের দাবির মুখে প্রধান বিচারপতির সঙ্গে আইন ও তথ্য উপদেষ্টা বৈঠক
রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের পদত্যাগের দাবিতে বঙ্গভবনের সামনে বিক্ষোভকারীদের অবস্থানের মাঝে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের সঙ্গে বৈঠক করেন আইন উপদেষ্টা আসিফ নজরুল ও তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম।
মঙ্গলবার (২২ অক্টোবর) সন্ধ্যায় প্রধান বিচারপতির দপ্তরে প্রায় ৪০ মিনিটের এক রুদ্ধদ্বার বৈঠকে তারা অংশ নেন বলে সুপ্রিম কোর্টের সূত্র দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে নিশ্চিত করেছে।
সূত্র জানায়, বৈঠকে রাষ্ট্রপতির পদত্যাগের দাবি এবং পদত্যাগ করলে তার স্থলাভিষিক্ত সম্ভাব্য প্রার্থীর বিষয়ে আলোচনা হয়।
দুই উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে প্রধান বিচারপতি পুলিশের মহাপরিদর্শক (আইজিপি), র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) মহাপরিচালক ও ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনারের সঙ্গে বৈঠক করেন।
মিটিং সম্পর্কে মন্তব্য জানতে চাইলে দ্য বিজনেস স্ট্যান্ডার্ড-এর অনুরোধে সাড়া দেননি আইজিপি এবং ডিএমপি কমিশনার।
পুলিশ সদর দপ্তর এবং ডিএমপি সদর দফতরের একাধিক নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তা টিবিএসকে বলেন, বৈঠকে বঙ্গভবনের নিরাপত্তা পরিস্থিতি এবং গত কয়দিনে ছাত্রলীগের কার্যক্রম নিয়ে আলোচনা হয়েছে।