সাবেক ইসি সচিব হেলালুদ্দীন আহমদ চট্টগ্রামে গ্রেপ্তার
চট্টগ্রাম নগরীর খুলশী এলাকা থেকে বুধবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে নির্বাচন কমিশনের (ইসি) সাবেক সচিব হেলালুদ্দীন আহমদকে গ্রেপ্তার করেছে কোতোয়ালি থানা পুলিশ।
নাম প্রকাশে অনিচ্ছুক চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) এক কর্মকর্তা দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে (টিবিএস)- বিষয়টি নিশ্চিত করেছেন।
এই কর্মকর্তা বলেন, 'নির্বাচন কমিশন সচিবালয়ের সাবেক সচিব হেলালুদ্দীন আহমদকে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নগরীর খুলশী এলাকা থেকে সিএসপির কোতোয়ালি থানা পুলিশ গ্রেপ্তার করেছে। তার বিরুদ্ধে ঢাকা মেট্রোপলিটন (ডিএমপি) থানায় মামলা রয়েছে। ডিএমপি পুলিশ তাকে নিয়ে যেতে ইতোমধ্যে চট্টগ্রামে পৌঁছেছে।'
তিনি আরও বলেন, 'বিষয়টি ডিএমপি থেকে বিস্তারিত ব্রিফ করে জানানো হবে। এজন্য সিএমপি এ বিষয়ে বক্তব্য দেবে না।'