ঘূর্ণিঝড় ‘দানা’র কারণে পেছানো হলো কনস্টেবল নিয়োগ পরীক্ষা
ঘূর্ণিঝড় দানার কারণে সংশ্লিষ্ট জেলাসমূহের ট্রেইনি রিক্রুট কনস্টেবলের (টিআরসি) কাগজপত্র যাচাই ও মাঠ বিষয়ক পরীক্ষা পেছানো হয়েছে। পরীক্ষা ২৫-২৭ অক্টোবর ২০২৪-এর পরিবর্তে আগামী ২৯-৩১ অক্টোবর, ২০২৪ তারিখে অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে।
আজ বৃহস্পতিবার (২৪ অক্টোবর) পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়।
বার্তায় আরও জানানো হয়, ২৯-৩১ অক্টোবরের পরীক্ষা পূর্ব নির্ধারিত ভেন্যুতে অনুষ্ঠিত হবে।
এদিকে আজ বৃহস্পতিবারই ঘূর্ণিঝড় দানার ভারতের উড়িষ্যায় আঘাত হানতে পারে বলে জানা গেছে। বাংলাদেশের স্থলে ঘূর্ণিঝড়ের কেন্দ্রের প্রভাব পড়বে না বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
ঘূর্ণিঝড় দানা গতকাল বুধবারই দিবাগত রাত ৩টার দিকে শক্তিশালী হয়ে প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর উত্তাল রয়েছে।
ঘূর্ণিঝড় দানা এখন মংলা থেকে ৪৮৫, পায়রা থেকে ৪৭৫ কিলোমিটার দূরে আছে। কক্সবাজার থেকে ৪৫৫ আর চট্টগ্রাম থেকে ৫৯৫ কিলোমিটার দূরে অবস্থান করছে। চারটি সমুদ্র বন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।