ফ্যাসিবাদ আওয়ামী লীগের ডিএনএতে: আসিফ নজরুল
আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, আওয়ামী লীগের ডিএনএতেই ফ্যাসিবাদী বৈশিষ্ট্য রয়েছে।
'শুধু জুলাই গণহত্যা, ২০০৬ সালের ২৮ অক্টোবরের লগি-বইঠা দিয়ে পিটিয়ে মানুষ হত্যাই নয়, ১৯৭১ সালের পর জাসদ, সর্বহারা পার্টিসহ হাজারো মানুষকে হত্যার জন্য দায়ী আওয়ামী লীগ। মেজর জলিলকে গুম করে, সিরাজ সিকদারকে হত্যা করে আওয়ামী লীগ। তাই এটা নিশ্চিত যে, তাদের ডিএনএতেই ফ্যাসিজম রয়েছে।'
বৃহস্পতিবার (২৪ অক্টোবর) বাংলা একাডেমিতে 'গণতন্ত্রের অভিযাত্রা: আসন্ন চ্যালেঞ্জ ও উত্তরণের উপায়' শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।
আসিফ নজরুল আরও বলেন, 'গত ১৫ বছরে শেখ হাসিনার ফ্যাসিবাদ দেশের প্রতিটি খাত চূর্ণবিচূর্ণ করে দিয়েছে। বিচারকলীগ, পুলিশলীগ, ভিসিলীগ — কোনটা ছিল না। শেখ হাসিনা শুধু সর্বশক্তিমান হওয়া বাকি ছিল।'
প্রতিটি খাতে এখনো আওয়ামী লীগের দোসর রয়েছে উল্লেখ করে এ উপদেষ্টা বলেন, 'বাজারে পুরোনো সিন্ডিকেট এখনও সক্রিয়, বেক্সিমকোর বিরুদ্ধে ব্যবস্থা নিলে ১০ পণ্যের দাম বেড়ে যায়।'
২০০৮ সালের নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, এটি ছিল সবচেয়ে ভুয়া নির্বাচন। 'বিএনপির মাত্র ২৭টি আসন পাওয়া কোনোভাবে সম্ভব না। ১৯৯৬ সালে বিরোধিতা সত্ত্বেও বিএনপি ১১৬টি আসন পেয়েছিল, তাহলে ২০০৮ সালে কেন এত কম আসন পেল?'
'২০২৪ সালে আওয়ামী লীগের নির্বাচনের বিরুদ্ধে কিছু মানুষের কাছ থেকে একটা বিবৃতি আদায় করতে আমাকে ভিক্ষা করতে হয়েছে। এখন আপনারা এত অধৈর্য! আমাদের আরও ধৈর্য ধরতে হবে,' বলেন তিনি।
আসিফ নজরুল বলেন, 'আমাদের সবচেয়ে বেশি দরকার ঐক্য। না হলে আমরা সবাই মারা যাব।'
'কষ্ট লাগে যখন দেখি আন্দোলনের অংশগ্রহণকারীদের মাঝে অনৈক্য তৈরি হয়। ঐক্য থাকলে বর্তমান সংবিধানের মধ্যেও আমরা বিজয়ী হতে পারব,' বলেন তিনি।