ঢাকা বিমানবন্দর সড়কে শিক্ষার্থীদের ওপর উঠে গেল প্রাইভেটকার, আহত ৩
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সামনের সড়কে প্রাইভেট কার চাপায় তিন শিক্ষার্থী আহত হয়েছেন।
আজ রবিবার (২৭ অক্টোবর) দুপুর দেড়টার দিকে বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে।
বিমানবন্দর থানার পরিদর্শক (তদন্ত) মোস্তাফিজুর রহমান বলেন, প্রাইভেটকার চাপায় তিন শিক্ষার্থী আহত হয়েছেন।
তিনি আরও বলেন, 'আহতদের মধ্যে দুজনের পা ভেঙে গেছে এবং একজনের মাথায় আঘাত পেয়েছেন।'
বিমানবন্দরের ট্রাফিক জোনের সহকারী কমিশনার শাখাওয়াত হোসেন সেন্টু জানান, বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের সামনে দুর্ঘটনার কথা শুনেছেন।
তিনি বলেন, 'তবে হতাহতের বিষয়ে আমি এখনও নিশ্চিত নই।'
বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদ আহমেদ গণমাধ্যমকে বলেন, 'প্রাইভেটকারের ধাক্কায় পথচারীদের মধ্যে তিনজন আহত হয়েছেন। তাদের মধ্যে দুজনের পা ভেঙে গেছে এবং একজনের মাথায় আঘাত লেগেছে।'
তিনি বলেন, 'পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গাড়িটিকে আটক করেছে। গাড়ির মালিক মুস্তাফিজুর রহমান গাড়িটি চালাচ্ছিলেন।'
ওসি আরও বলেন, 'গাড়ির মালিকের দাবি, সামনের টায়ার ফেটে যাওয়ার কারণে তিনি গাড়ির নিয়ন্ত্রণ হারান এবং এতে এ দুর্ঘটনা ঘটে।'