নির্বাচন কমিশনের জন্য সার্চ কমিটি গঠন, নির্বাচনমুখী যাত্রা শুরু: আসিফ নজরুল
নির্বাচন কমিশন গঠনের জন্য সার্চ কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল। আজ-কালের (মঙ্গল ও বুধবার) মধ্যে সার্চ কমিটির প্রজ্ঞাপন জারি করা হবে বলে জানান তিনি।
মঙ্গলবার (২৯ অক্টোবর) সচিবালয়ে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের এ কথা জানিয়েছেন উপদেষ্টা।
নির্বাচন নিয়ে তাদের সঙ্গে কোনো কথা হয়েছে কি-না জানতে চাইলে উপদেষ্টা বলেন, "নির্বাচন নিয়ে তাদের সঙ্গে কোনো কথা হয়নি। তবে আপনাদের আমি একটি কথা বলতে পারি যে- আমাদের সরকারের নির্বাচনমুখী প্রক্রিয়া গ্রহণ করার যে কাজ, সেটি শুরু হয়ে গেছে। নির্বাচনমুখী যাত্রা শুরু হয়ে গেছে আপনারা বলতে পারেন।"
তিনি বলেন, "কারণ নির্বাচন কমিশন গঠন করার জন্য যে সার্চ কমিটি, সেই সার্চ কমিটি গঠন করা হয়ে গেছে। আমি যতদূর জানি, সেই প্রজ্ঞাপনটা আমাদের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস স্বাক্ষর করে দিলেই আপনারা জানতে পারবেন। হয়তো উনি করেছেনও আজকে-কালকের মধ্যে জেনে যাবেন।"
আসিফ নজরুল আরও বলেন, "সার্চ কমিটি হয়ে গেলে নির্বাচন কমিশন গঠন করা হবে। নির্বাচন কমিশন গঠন করা হলে ভোটার তালিকা... আগেও বলেছি, ভোটার তালিকা নিয়ে প্রচুর প্রশ্ন ছিল, গত নির্বাচন এমন ভুয়া নির্বাচন ছিল যে, ভোটার তালিকা নিয়ে মানুষের মাথাব্যথাও ছিল না।"
এদিকে বৈঠকের পর ফলকার তুর্ক জানান, তিনি আইন উপদেষ্টার সঙ্গে আইনের শাসন ও মানবাধিকার সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করেছেন।
সরকারি প্রতিষ্ঠানগুলোকে মানবাধিকারের মানদণ্ডের সাথে সমন্বয় করার গুরুত্বের কথা উল্লেখ করে তুর্ক বলেন, একটি ফ্যাক্ট-ফাইন্ডিং কমিটি (সত্য অনুসন্ধান কমিটি) ১ জুলাই থেকে ১৫ আগস্ট পর্যন্ত সংঘটিত মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলো তদন্ত করছে এবং জাতিসংঘ সদরদপ্তরও পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।
এর আগে, গত ১৯ অক্টোবর প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম জানিয়েছিলেন, আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠানের প্রাসঙ্গিক কার্যক্রম এগিয়ে নিতে সরকার বিদ্যমান আইন অনুযায়ী একটি নতুন নির্বাচন কমিশন গঠনের জন্য সার্চ কমিটি গঠন করতে যাচ্ছে।