জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ইসলামী ছাত্রশিবিরের আত্মপ্রকাশ
ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়সহ বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ে ইসলামী ছাত্রশিবিরের আত্মপ্রকাশের পর এবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র শিবিরের সভাপতি, সেক্রেটারি ও প্রচার সম্পাদকের নাম প্রকাশ করেছে সংগঠনটি।
গতকাল (২৯ অক্টোবর) রাত এগারোটার দিকে শাখা ছাত্রশিবিরের ফেসবুক পেজে সাংগঠনিক বিবৃতির মাধ্যমে ক্যাম্পাসে জাকসু সচল করা সহ সুস্থ ধারার অংশগ্রহণমূলক রাজনীতির দাবি জানায় সভাপতি হারুনুর রশিদ রাফি ও সেক্রেটারি মহিবুর রহমান মহিব।
এই বিবৃতির মাধ্যমে ১৯৮৯ সালের পর এই প্রথম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রকাশ্যে কার্যক্রম শুরু করলো সংগঠনটি।
প্রচার সম্পাদক আব্দুল্লাহ আল মামুন সাকি স্বাক্ষরিত যৌথ বিবৃতিতে সভাপতি রাফি ও সেক্রেটারি মহিব বলেন, '৫ আগস্টের ছাত্র-জনতার অভ্যুত্থানের স্পিরিটকে ধারণ করে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গণতান্ত্রিক সংস্কৃতিতে সুস্থ ধারার রাজনীতিকে এগিয়ে নিতে ছাত্রশিবির সর্বদা প্রস্তুত।'
বিবৃতিতে আরও বলা হয়, 'আবাসিক হলগুলোতে কোনো ধরনের দখলদারিত্ব, চাঁদাবাজি, মাদকের বিস্তার রোধে ছাত্রশিবির অঙ্গীকারবদ্ধ। বিশ্ববিদ্যালয় অঙ্গনে শিক্ষার সুষ্ঠু পরিবেশ আনয়ন, গবেষণামুখী শিক্ষাব্যবস্থার বাস্তবায়ন, সুস্থ ধারার সংস্কৃতির বিকাশ ও নারীদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিতে ছাত্রশিবির কাজ করে যাবে। ছাত্রশিবির চায় ছাত্র সংসদ কেন্দ্রিক সুস্থ রাজনৈতিক পরিবেশ ফিরে আসুক।'
খোঁজ নিয়ে জানা যায়, সংগঠনের সভাপতি হারুনুর রশিদ রাফি প্রত্নতত্ত্ব বিভাগের ৪৬তম ব্যাচের (২০১৬-১৭ সেশন) শিক্ষার্থী এবং সেক্রেটারি মহিবুর রহমান বাংলা বিভাগের ৪৭তম ব্যাচের (২০১৭-১৮ সেশন) শিক্ষার্থী। প্রচার সম্পাদক আব্দুল্লাহ আল মামুন সাকি ৪৭তম ব্যাচের (২০১৭-১৮ সেশন) দর্শন বিভাগের শিক্ষার্থী।