নির্বাচন কমিশনের জন্য গঠিত সার্চ কমিটিতে যারা আছেন
নির্বাচন কমিশন গঠনের জন্য একটি সার্চ কমিটি (অনুসন্ধান কমিটি) গঠন করে প্রজ্ঞাপন জারি করেছে অন্তর্বর্তীকালীন সরকার।
আজ বৃহস্পতিবার (৩১ অক্টোবর) মন্ত্রীপরিষদ বিভাগ থেকে ৬ সদস্যের নামসহ প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
সার্চ কমিটির সভাপতি বা প্রধান করা হয়েছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারক বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীকে।
এছাড়া, অন্যান্য সদস্যরা হলেন— সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারক বিচারপতি এ. কে. এম আসাদুজ্জামান, ঢাকা বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সাবেক অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার (সি আর আবরার), বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. জিন্নাতুন নেছা তাহমিদা বেগম।
এছাড়া আইন অনুযায়ী, এই কমিটির আরও দুজন সদস্য হলেন— বাংলাদেশের মহা-হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক এবং বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যান।
বর্তমানে বাংলাদেশের মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক (সিএজি) হলেন মো. নুরুল ইসলাম এবং সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যান হলেন অধ্যাপক ড. মোবাশ্বের মোনেম।
এই কমিটি 'প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগ আইন, ২০২২' এর ধারা ৩ মোতাবেক প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনারদের নিয়োগদানের জন্য আইনে বর্ণিত যোগ্যতাসম্পন্ন ব্যক্তিগণের নাম সুপারিশ করবেন।
এর আগে, গত ২৯ অক্টোবর আইন উপদেষ্টা আসিফ নজরুল সাংবাদিকদের বলেছিলেন, "আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের যাত্রা শুরু হয়েছে। নির্বাচন কমিশন গঠনে সার্চ কমিটি গঠন হয়ে গেছে। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সই হওয়ার পর আজ-কালের মধ্যেই প্রজ্ঞাপন জারি করা হবে।"