৬ নভেম্বর জনসভা, ৮ নভেম্বর রাজধানীতে বিএনপির র্যালি
১৯৭৫ সালে ঐতিহাসিক '৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস' উপলক্ষ্যে সারাদেশে ১০ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। দিবসটি উপলক্ষ্যে ৬ নভেম্বর জনসভা ও ৮ নভেম্বর রাজধানীতে বর্ণাঢ্য র্যালি করার ঘোষণা দিয়েছে দলটি।
আজ বৃহস্পতিবার (৩১ অক্টোবর) দুপুরে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে নয়াপল্টনে '৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস' উপলক্ষ্যে আয়োজিত যৌথ সভা শেষে এক প্রেস ব্রিফিংয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ ঘোষণা দেন।
মির্জা ফখরুল বলেন, "৬ তারিখ বিএনপি আলোচনা সভা হবে, ভ্যেনুটা পরে জানানো হবে। ৮ তারিখ বিকাল ৩টায় রাজধানীতে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হবে। ৭ নভেম্বর সকাল ৬ টায় জাতীয় পতাকা উত্তোলন, সকাল ১০টায় শহীদ জিয়ার মাজারে পুষ্পস্তবক অর্পণ, সন্ধ্যায় ৬টায় কেন্দ্রীয় শহীদ মিনারে জাসাস সাংস্কৃতিক অনুষ্ঠিত করবে।"
তিনি বলেন, "আগামী ১০ দিনব্যাপী বিএনপি ও এর অঙ্গ সংগঠন ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষ্যে সারাদেশে নিজেদের মতো কর্মসূচি পালন করবে।"
সম্প্রসারণবাদ ও আধিপত্যবাদ থেকে জিয়াউর রহমান ঐতিহাসিক ৭ নভেম্বর রক্ষা করেছেন জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, "গত ১৫ বছর আওয়ামী লীগ দেশের গণতন্ত্র ধ্বংস করে দেশের সব প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছে। কিন্তু এখনো আমরা পুরোপুরি গণতন্ত্রে যেতে পারিনি।"
"বর্তমানে দেশে একটি অন্তবর্তীকালীন সরকার প্রতিষ্ঠিত হয়েছে। এই সরকার আমরাই প্রতিষ্ঠা করেছি। আশা করছি, দেশে আবারও গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে।"