জরুরি সংবাদ সম্মেলনের ডাক জাতীয় পার্টির
রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে ভাঙচুর ও আগুন দেয় ছাত্র-জনতার একটি দল। গতকাল বৃহস্পতিবার (৩১ অক্টোবর) রাতে 'ফ্যাসিবাদবিরোধী ছাত্র-শ্রমিক-জনতা'র ব্যানারে বিক্ষোভকারীরা দলটির কার্যালয় ঘেরাও করেন।
এ ঘটনায় আজ শুক্রবার (১ নভেম্বর) বেলা ১১টায় জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানী কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে দলটি। সেখানে গণমাধ্যমের সঙ্গে কথা বলবেন দলটির চেয়ারম্যান জিএম কাদের।
গতকাল জাতীয় পার্টির চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রসঙ্গত, গতকাল সন্ধ্যা ৬টার দিকে বিক্ষুব্ধ জনতা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্য থেকে একটি মশাল মিছিল নিয়ে জাতীয় পার্টির কার্যালয়ের সামনে যান।
আন্দোলনকারীরা বলেন, আওয়ামী লীগের সহযোগী হিসেবে থাকার কারণে জাতীয় পার্টির রাজনীতি করার অধিকার নেই।
এ সময় আওয়ামী লীগের অধীনে বিগত তিনটি নির্বাচনে অংশগ্রহণ করায় 'ফ্যাসিবাদী' ও 'ভারতের দোসর' আখ্যা দিয়ে দলটির বিরুদ্ধে বিভিন্ন স্লোগানও দেন বিক্ষোভকারীরা।
একপর্যায়ে জাতীয় পার্টির নেতাকর্মীরা অফিসে ভেতর থেকে বের হয়ে আসেন। তখন সেখানে ইটপাটকেল নিক্ষেপ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে।
পরে আন্দোলনকারী জাতীয় পার্টির নেতাকর্মীদের ধাওয়া দিলে তারা পালিয়ে যান। এরপর কার্যালয়টিতে আগুন দেন বিক্ষুদ্ধ আন্দোলনকারীরা।