মির্জা ফখরুল ও অন্যান্য বিএনপি নেতাদের ক্ষতির চেষ্টা করলে আমরা প্রতিরোধ করব: জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক
জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসীরুদ্দীন পাটোয়ারী বলেছেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও অন্যান্য বিএনপি নেতাদের কেউ ক্ষতি করার চেষ্টা করলে তা প্রতিরোধ করা হবে।
আজ সোমবার (৪ নভেম্বর) এক ফেসবুক পোস্টে জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে সব পক্ষকে ঐক্যবদ্ধ থাকার এবং লড়াই চালিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি।
এসময় তিনি বলেন, 'ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপের প্রক্রিয়ায় দ্বিমত থাকতে পারে, তবে মাঠের সহযোদ্ধাদের সঙ্গে বিরূপ আচরণ আমরা পরিত্যাগ করি।'
বাংলাদেশ পুনর্গঠনে সবাইকে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানিয়ে নাসীরুদ্দীন আরও বলেন, 'আমরা বাংলাদেশ পুনর্গঠনে নিয়োজিত হই। বাংলাদেশের সার্বভৌমত্ব, শিক্ষা, খাদ্য, বাসস্থান, পরিবেশ ও জলবায়ু প্রশ্নে আমরা এক ও অভিন্ন। এসব প্রশ্নে আমরা খুনি ও খুনিদের দোসরদের এক বিন্দুও ছাড় দেবো না।'
কমিটির আরেক সদস্য বিন ইয়ামিন মোল্লা সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান, যাতে ফ্যাসিবাদী শক্তি দেশের নিয়ন্ত্রণ ফিরে পেতে না পারে।
ইয়ামিন বলেন, 'কোনোভাবেই ফ্যাসিবাদী শক্তি যেন বাংলাদেশে ফিরে আসতে না পারে। তারা যেন কোনোভাবে নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে, স্বতন্ত্রভাবেও না। আমরা চাই না আবারও তারা মাথাচাড়া দিয়ে উঠুক এবং নিরীহ মানুষের ওপর সহিংসতা চালাক।'
তিনি আরও বলেন, আমরা এই প্রতীকী কর্মসূচির মাধ্যমে সরকারের নিকট আহ্বান জানাচ্ছি যেন আওয়ামী লীগ ও তাদের দোসরদের দ্রুত বিচারের আওতায় এনে শাস্তি বাস্তবায়ন করা হয়।
এছাড়া, আওয়ামী লীগের নেতা-কর্মীদের শাস্তি ও ন্যায়বিচার নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানান ইয়ামিন।
ছাত্র-জনতার আদালতে ফ্যাসিবাদের প্রতীকী ফাঁসি কর্মসূচিতে এই বক্তব্য রাখেন ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লা।