‘জুলাই জাগরণী’: কবিতা-নাটক-গানে ছাত্র-জনতার অভ্যুত্থানকে স্মরণ
ছাত্র-জনতার অভ্যুত্থান স্মরণে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে সাংস্কৃতিক অনুষ্ঠান 'জুলাই জাগরণী' অনুষ্ঠিত হয়েছে।
জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে আজ শনিবার বিকেল ৫টার দিকে এ কর্মসূচি শুরু হয়। এতে গান, নৃত্য, কবিতা আবৃত্তি, গান ও ডকুমেন্টারি প্রদর্শনীর মাধ্যমে জুলাই-আগস্টের ছাত্র-জনতার অভ্যুত্থানকে স্মরণ করা হয়।
অনুষ্ঠানের বিষয়ে জাতীয় নাগরিক কমিটির সদস্য আদীব আরিফ বলেন, আমাদের আয়োজনের মূল উপজীব্য হচ্ছে শহীদের অবদানকে জাতির সামনে সঠিকভাবে উপস্থাপন করা, যাতে আওয়ামী ফ্যাসিবাদের স্মৃতি সবার মানসপটে থাকে।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নাগরিক কমিটির সদস্য মানজুর আল মতিন ও তাজনূভা জাবীন।
আয়োজকরা জানান, ফ্যাসিবাদী রাষ্ট্রযন্ত্রের ধ্বংসাবশেষ প্রতি পদে রাষ্ট্র পুনর্গঠনকে বাধাগ্রস্ত করছে। ছাত্র-জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে রাজপথে গঠিত জনতাকে সংগঠিত করা, অভ্যুত্থানের সরকারকে জবাবদিহির আওতায় আনা, জনস্বার্থের পক্ষে নীতি নির্ধারণে ভূমিকা রাখার লক্ষ্যে জাতীয় নাগরিক কমিটি অঙ্গীকারাবদ্ধ।
আরও বলা হয়, এ লড়াই একদিকে সাংস্কৃতিক; অন্যদিকে রাজনৈতিক। দেশের সর্বস্তরের সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় নেতৃত্বকে সংহত করে গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষা সমুন্নত করা এবং ফ্যাসিবাদী কাঠামো ও শক্তির বিরুদ্ধে প্রতিরোধ অব্যাহত রাখার লক্ষ্যে নতুন বাংলাদেশ গঠন করতে চায় নাগরিক কমিটি।