পুলিশে বড়সড় রদবদল: ৪৮ জন বদলি, ১৬ জন প্রত্যাহার
৪৮ জন সিনিয়র পুলিশ কর্মকর্তাকে বিভিন্ন শাখায় বদলি করেছে, বাকি ১৬ জনকে তাদের বর্তমান ভূমিকা থেকে প্রত্যাহার করে বিভিন্ন ইউনিটে সংযুক্ত করেছে অন্তর্বর্তী সরকার।
আজ সোমবার (১১ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এ সংক্রান্ত পৃথক দুটি আদেশ জারি করা হয়েছে।
বদলি হওয়া ৪৮ কর্মকর্তার মধ্যে- একজন উপ-মহাপরিদর্শক (ডিআইজি), আটজন অতিরিক্ত উপ-মহাপরিদর্শক (এডিআইজি) এবং ৩৯ জন পুলিশ সুপার (এসপি) রয়েছেন।
যে ১৬ জন পুলিশ কর্মকর্তাকে বর্তমান পদ থেকে প্রত্যাহার করা হয়েছে; তাদের মধ্যে একজন ডিআইজি, পাঁচজন এডিআইজি এবং ১০ জন এসপি।