মিয়ানমার থেকে বান্দরবান সীমান্ত দিয়ে অনুপ্রবেশকালে ৮১ রোহিঙ্গা আটক
বান্দরবানের আলীকদম সীমান্ত দিয়ে মিয়ানমার থেকে অনুপ্রবেশকালে ৮১ রোহিঙ্গাকে আটক করেছে নিরাপত্তা বাহিনী।
আজ সোমবার (১১ নভেম্বর) সকালে আলীকদম কুরুকপাতা ইউনিয়নের পোয়ামুহুরী সীমান্তের বিভিন্ন পয়েন্ট দিয়ে প্রবেশে সময় উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী পৃথক তিন অভিযানে তাদের আটক করে।
আটকদের মধ্যে ৩১টি শিশু রয়েছে, বাকি ৫০ জন প্রাপ্তবয়স্ক। আটকদের আলীকদম উপজেলা প্রশাসন কার্যালয়ে হেফাজতে রাখা হয়েছে।
স্থানীয়রা জানান, মিয়ানমারের রাখাইন রাজ্যে সংঘাতময় পরিস্থিতির কারণে কক্সবাজার ও বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তার জোরদার করা হয়। বিভিন্ন দালাল চক্রের মাধ্যমে রোহিঙ্গারা টাকার বিনিময়ে আলীকদমের দুর্গম কুরুকপাতা সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশ করছে, গোপন সূত্রে এমন খবর পেয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যরা কয়েকটি পাহাড়ি এলাকা থেকে তাদের আটক করে।
আলীকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর্জা জহির উদ্দিন বলেন, 'পৃথক অভিযানে আটক ৮১ রোহিঙ্গাকে পুশব্যাক করার জন্য বিজিবির কাছে হস্তান্তর করা হয়েছে।'
আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তা রুপায়ন দেব বলেন, 'সকালে তিনটি পৃথক অভিযানে এসব রোহিঙ্গা নাগরিক আটক করা হয়। আটক রোহিঙ্গাদের পুশব্যাক করার প্রক্রিয়া চলমান রয়েছে।'
আপাতত তাদেরকে বাংলাদেশ বর্ডার গার্ডের (বিজিবি) কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।