বাংলাদেশি শিক্ষার্থীদের ফুল ফান্ডেড স্কলারশিপ দেবে আল-আজহার বিশ্ববিদ্যালয়
মিশরের আল-আজহার বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ফুল ফান্ডেড স্কলারশিপ [পূর্ণাঙ্গ অর্থায়নসহ বৃত্তি ] দেওয়ার ঘোষণা দিয়েছেন বিশ্ববিদ্যালয়টির গ্র্যান্ড ইমাম ড. আহমেদ এলতায়েব।
মঙ্গলবার (১২ নভেম্বর) আজারবাইজানের রাজধানী বাকুর রিটজ কার্লটন হোটেলে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে এক বৈঠকে তিনি এ ঘোষণা দেন।
এসময় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে বাংলাদেশের ভবিষ্যতের বিষয়েও আস্থা প্রকাশ করেন অন্যতম মর্যাদাপূর্ণ ইসলামী প্রতিষ্ঠানের প্রধান।
বৈঠকে গ্র্যান্ড ইমাম এই ঐতিহাসিক প্রতিষ্ঠানটিতে বক্তৃতা দেওয়ার জন্য ড. ইউনূসকে আমন্ত্রণ জানান।
তিনি বলেন, 'আপনার [ড. ইউনূস] নেতৃত্বে বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে আমরা আশাবাদী। আপনি একজন জ্ঞানী মানুষ।'
বাংলাদেশ তার চলমান সংস্কারের মাধ্যমে নতুন অর্জনের জন্য প্রস্তুত বলে উল্লেখ করে গ্র্যান্ড ইমাম আরও বলেন, 'এমন একটি বিচক্ষণ পন্থা অবলম্বন করার জন্য আমি আপনাকে স্যালুট জানাই।'
ড. ইউনুস এই আমন্ত্রণের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং গ্র্যান্ড ইমামকে বাংলাদেশ সফরের এবং ছাত্র-নেতৃত্বাধীন গণঅভ্যুত্থানের ফলে হওয়া উল্লেখযোগ্য পরিবর্তনের সাক্ষী হওয়ার আমন্ত্রণ জানান।
ড. ইউনূস এসময় অভ্যুত্থান ও অন্তর্বর্তী সরকারের নেওয়া নানা সংস্কার উদ্যোগ নিয়ে আলোচনা করেন।
গ্র্যান্ড ইমাম আশা প্রকাশ করেন, বাংলাদেশ সফলভাবে এই সংস্কার বাস্তবায়ন করবে।
এছাড়া তিনি ড. ইউনূসের নেতৃত্ব, তার সমাজ সেবা এবং ক্ষুদ্রঋণ ও দারিদ্র্য বিমোচনে গ্রামীণ ব্যাংকের অগ্রণী ভূমিকার প্রশংসা করেন।
ড. ইউনূস গ্রামীণ ব্যাংকের যাত্রা শুরুর সময় সহায়তার জন্য আল-আজহারকে ধন্যবাদ জানান।
তিনি স্মরণ করেন, ১৯৮০ এর দশকে শীর্ষ সুন্নি ইসলামী কর্তৃপক্ষ ঘোষণা করেছিল; ব্যাংকের ক্ষুদ্র-ঋণ মুনাফা মডেল ইসলামী শিক্ষার সঙ্গে সাংঘর্ষিক নয়।
শুভেচ্ছার নিদর্শন হিসেবে প্রধান উপদেষ্টা বিপ্লবের দেয়ালচিত্র ও গ্রাফিতি চিত্রের একটি সংকলন 'দ্য আর্ট অব ট্রায়াম্ফ'-এর একটি কপি গ্র্যান্ড ইমামকে উপহার দেন।
এলতায়েব বাংলাদেশি শিক্ষার্থীদের শৈল্পিক প্রতিভার প্রশংসা করেন এবং বর্তমানে আল-আজহার বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের প্রশংসা করেন।