একুশে বইমেলা সোহরাওয়ার্দী উদ্যানেই হবে: সংস্কৃতি উপদেষ্টা
সোহরাওয়ার্দী উদ্যানেই অমর একুশে বইমেলা হবে বলে জানিয়েছেন সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। বুধবার (১৩ নভেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা এ কথা জানান।
সম্প্রতি গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় থেকে বাংলা একাডেমির কাছে পাঠানো এক চিঠিতে জানানো হয়, অমর একুশে বইমেলা সোহরাওয়ার্দী উদ্যানের পরিবর্তে বাংলা একাডেমি প্রাঙ্গণে করতে হবে।
এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে উপদেষ্টা বলেন, 'এ বিষয়ে গতকাল অনেকগুলো পত্রিকায় রিপোর্ট হয়েছে। রিপোর্ট হওয়ার আগে থেকে আমরা এটি নিয়ে কাজ করছিলাম। গণপূর্ত উপদেষ্টার সঙ্গে আমার কথা হয়েছে। আমাদের সচিব সাহেব গণপূর্ত মন্ত্রণালয়ের সচিবের সঙ্গে কথা বলেছেন। এর সঙ্গে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ও জড়িত রয়েছে। ওই মন্ত্রণালয় সচিবের সঙ্গেও আমাদের কথা হয়েছে।'
তিনি বলেন, 'আমি আপনাদের এটুকু বলতে পারি যে আমরা একটা পজিটিভ আউটকামের দিকে যাচ্ছি। আশা করা যায়, বইমেলা যেখানে হতো সেখানেই হবে এবং সুন্দর আয়োজনে হবে; কোনো ঝামেলা হবে না।'
তিনি আরও বলেন, 'ইতোমধ্যে তিন মন্ত্রণালয় এটা নিয়ে কাজ করছে। তিন মন্ত্রণালয়ের সভা হয়েছে, সামনে আরও হবে।'
এরপর সাংবাদিকদের 'বইমেলা সোহরাওয়ার্দী উদ্যানেই হবে, এটা কি আমরা বলতে পারি?' প্রশ্নের উত্তরে উপদেষ্টা বলেন, 'আশা করা যায়।'