ক্যাম্পাসে রাজনৈতিক কর্মকাণ্ড পর্যালোচনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিশেষ কমিটি গঠন
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে যেকোনো রাজনৈতিক কর্মকাণ্ড পর্যালোচনায় একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে। ক্যাম্পাসে রাজনীতি চর্চার প্রকৃতি ও ধরন বিষয়ে প্রধান অংশীজনদের সঙ্গে আলোচনার মাধ্যমে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে প্রয়োজনীয় পরামর্শ ও সুপারিশ করবে চার সদস্যের এই কমিটি।
আজ বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানের নির্দেশনা অনুযায়ী, খ্যাতিমান ব্যক্তিদের সমন্বয়ে বিশেষ এ কমিটি গঠন করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সুপ্রীম কোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি মো. আব্দুল মতিন কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন। অন্য সদস্যরা হলেন– বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সাবেক চেয়ারম্যান ও ঢাবি উদ্ভিদবিজ্ঞান বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. জেডএন তাহমিদা বেগম, বাংলা অ্যাকাডেমির চেয়ারম্যান ও ঢাবির বাংলা বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. আবুল কাসেম ফজলুল হক এবং ঢাবির গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. এস এম শামীম রেজা।
এই কমিটি প্রয়োজনে আরও তিন জন সদস্যকে অন্তর্ভুক্ত করতে পারবেন বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।