তাবলীগ জমায়াতের মধ্যে উত্তেজনা, কাকরাইলে নিরাপত্তা জোরদার
রাজধানীর কাকরাইলে তাবলীগ জামাতের জুবায়েরপন্থী ও সাদপন্থী দুটি অনুসারী গোষ্ঠীর মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়েছে। তাই যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
আজ শুক্রবার (১৫ নভেম্বর) সকাল ১১:৩০টায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (রামনা অঞ্চল) সোহেল রানা জানান, পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে এবং এখনো পর্যন্ত কোনো ঘটনার খবর পাওয়া যায়নি।
কাকরাইল মসজিদের ইমাম মোহাম্মদ জুবায়েরের অনুসারীরা আজ ঘোষণা দেন যে, তারা মসজিদের নিয়ন্ত্রণ দিল্লির মোহাম্মদ সাদ কন্ধলভি, তবলিগ জামাতের প্রতিষ্ঠাতা মোহাম্মদ ইলিয়াস কন্ধলভির প্রপৌত্রের অনুসারীদের হাতে তুলে দেবেন।
দেশের কওমি মাদ্রাসা নেতাদের প্ল্যাটফর্ম উলামা মাশায়েখ বাংলাদেশ জানিয়েছে, বাংলাদেশে তাবলীগ জামাতের দুটি বড় গোষ্ঠীর মধ্যে চলমান উত্তেজনা কমাতে জুবায়েরের অনুসারীরা 'বড়দের' সুপারিশের ভিত্তিতে এই সিদ্ধান্ত নিয়েছেন।
জুবায়েরপন্থী ও উলামা মাশায়েখের পরামর্শক পরিষদের কো-অর্ডিনেটর নেজাম-ই-শুরার সদস্য হাবিবুল্লাহ রায়হান বলেন, "আমরা শান্তিপূর্ণ অবস্থান নিচ্ছি। বড়দের সুপারিশের ভিত্তিতে আমরা আগামীকাল সকালে কাকরাইল মসজিদ ত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছি। তখন সাদপন্থীরা মসজিদে প্রবেশ করবে।"