ধামরাইয়ে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ৪, আহত অন্তত ২০ জন
ঢাকার ধামরাইয়ে একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকবাহী বাস ও ইট বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৪ জন নিহত এবং অন্তত ২০ জন আহত হয়েছেন।
দুর্ঘটনার পর আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য ধামরাই ও সাভারের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।
বুধবার (২০ নভেম্বর) রাতে উপজেলার কালামপুর-কাওয়ালীপাড়া আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।
প্রাথমিকভাবে নিহতদের মধ্যে দুজনের নাম পরিচয় জানা গেছে। তারা হলেন- গ্রাফিক্স টেক্সটাইল লিমিটেড কারখানার কাটিং অপারেটর জাহাঙ্গীর (২৬) ও সুইং সেকশনের হেলপার নিপা (৩০)।
বিষয়টি নিশ্চিত করে ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, "দুর্ঘটনায় মোট ৪ জন নিহত হয়েছেন। এরমধ্যে ৩ জন নারী এবং ১ জন পুরুষ।"
তিনি বলেন, "দুর্ঘটনার পরপরই নিহতদের মরদেহ ঘটনাস্থল থেকে সরিয়ে নিয়ে যাওয়ায় সবার পরিচয় জানা যায়নি, পুলিশ সকলের পরিচয় শনাক্তে কাজ করছে।"
প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সাড়ে নয়টার দিকে গ্রাফিক্স টেক্সটাইল লিমিটেডের শ্রমিকদের বহনকারী একটি বাসটি উপজেলার সানোরা ইউনিয়নের খাগুর্তা বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ইট বোঝাই ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে ঘটনাস্থলেই ৪ জন নিহত হওয়ার পাশাপাশি অন্তত ১৫/২০ জন আহত হন। পরে আহতদের উদ্ধার করে উপজেলার বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে।
আহত কারখানা শ্রমিক রিনা জানান, বাসের সব সিট ভরা ছিল। টুলেও কয়েকজন বসেছিলেন।এরই মধ্যে ট্রাকের সঙ্গে ধাক্কা খায় বাসটি।