নবনিযুক্ত সিইসি ও ইসিদের শপথ রবিবার
নবনিযুক্ত প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও অপর চার নির্বাচন কমিশনার (ইসি) রবিবার (২২ নভেম্বর) দুপুরে শপথ নেবেন।
সুপ্রিম কোর্টের জনসংযোগ কর্মকর্তা শফিকুল ইসলাম জানান, রবিবার দুপুর দেড়টায় শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হতে পারে।
শপথ পাঠ করাবেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ।
এর আগে গত বৃহস্পতিবার প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ পান সাবেক সচিব এ এস এম মো. নাসির উদ্দীন তার সঙ্গে চার নির্বাচন কমিশনারের নামও ঘোষণা করা হয়েছে।
তারা হলেন-আনোয়ারুল ইসলাম সরকার, সাবেক জেলা ও দায়রা জজ আবদুর রহমান মাসুদ, সাবেক যুগ্ম সচিব বেগম তাহমিদা আহমেদ ও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো.সানাউল্লাহ।
সংবিধানের ১১৮ (১) অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন তাদের নিয়োগ দেন।