টঙ্গীতে মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত, ট্রেন চলাচল ব্যাহত
রাজধানীর উত্তরার জয়নাল মার্কেট এলাকায় সোমবার (২৫ নভেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে মালবাহী ট্রেনের (কনটেইনার) একটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে ঢাকার সাথে টঙ্গী রেলওয়ে স্টেশন পর্যন্ত রেল চলাচল বন্ধ হয়ে যায়।
টঙ্গী রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার রাকিবুর রহমান জানান, ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ার স্থানটি বিমানবন্দর রেলওয়ের আওতায়।
তিনি বলেন, "সোমবারে ভোর সাড়ে চারটার দিকে ঢাকার কমলাপুর থেকে ছেড়ে আসা ট্রেনটি টঙ্গীর জয়নাল মার্কেটে এলাকায় পৌঁছালে মালবাহী ট্রেনটির একটি বগি লাইনচ্যুত হয়। এতে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে টঙ্গী রেলওয়ে স্টেশন পর্যন্ত ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে যায়।"
তিনি আরও জানান, "ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ার পরে উদ্ধার কর্মীরা কাজ করছেন বলে কমলাপুরগামী ডাউন লাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশনগামী দুইটি যাত্রীবাহী ট্রেন টঙ্গী রেলওয়ে স্টেশনে আটকে আছে। কয়েক ঘণ্টার মধ্যে উদ্ধার কাজ শেষ হলে রেল যোগাযোগ স্বাভাবিক হবে।"
এদিকে, খবর পেয়ে ঢাকা থেকে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে এসে উদ্ধার কাজ শুরু করেছে। তবে, সকাল সাড়ে ১০টা পর্যন্ত উদ্ধার কার্যক্রম শেষ না হওয়ায় টঙ্গী রেলওয়ে স্টেশনে আটকে আছে কমলাপুর রেলস্টেশনগামী চট্টগ্রাম থেকে ছেড়ে আসা চট্টগ্রাম মেইল ও সিরাজগঞ্জ থেকে ছেড়ে আসা সিরাজগঞ্জ এক্সপ্রেস।