ডেমরায় তিন কলেজের সংঘর্ষে কেউ নিহত হননি, আহত ২৫ শিক্ষার্থী: ডিএমপি
![](https://947631.windlasstrade-hk.tech/bangla/sites/default/files/styles/big_3/public/images/2024/11/25/462565544_537124749233025_5913001990997718574_n.jpg)
ডেমরায় কবি নজরুল সরকারি কলেজ এবং সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীদের সঙ্গে ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজ (ডিএমআরসি) শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় ২৫ শিক্ষার্থী আহত হয়েছেন বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
আজ সোমবার সন্ধ্যায় ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনন্স বিভাগ) মুহাম্মদ তালেবুর রহমান এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। এতে বলা হয়, সংঘর্ষে ২৫ জন শিক্ষার্থী আহত হয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে দুজন নিহতের কথা বলে অনেকেই অপপ্রচার চালাচ্ছেন, যা মোটেই সঠিক নয়।
তিনি সংশ্লিষ্ট সবাইকে ডিএমপির পক্ষ থেকে এ ধরনের অপপ্রচার থেকে বিরত থাকার অনুরোধ জানান বিজ্ঞপ্তিতে।
এর আগে ডিএমআরসির ব্যবস্থাপনা পরিচালক আশরাফ সামীরের পাঠানো এক বিজ্ঞপ্তিতে সংঘর্ষে তাদের তিন শিক্ষার্থী নিহত হয়েছেন বলে দাবি করা হয়েছিল।
আজ সকালে তিন কলেজের শিক্ষার্থীরা সংঘর্ষে জড়ান। পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে সেখানে সেনাবাহিনী, পুলিশ ও ছয় প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়।
বর্ডার গার্ড বাংলাদেশের সদর দফতর থেকে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় বলা হয়, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজধানীর যাত্রাবাড়ী-ডেমরা এলাকায় ছয় প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
সংঘর্ষে হতাহতের বিষয়ে জানতে চাইলে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ওয়ারী বিভাগের উপকমিশনার মো. সালেহ উদ্দিন দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, 'সংঘর্ষের ঘটনায় বেশ কয়েকজন আহতের খবর পেয়েছি। তবে কেউ মারা গেছেন কি না, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।'
ডিএমআরসির ব্যবস্থাপনা পরিচালক আশরাফ সামীরের পাঠানো ওই উল্লেখ করা হয়, 'আজ আমাদের শিক্ষাপ্রতিষ্ঠানে এক নৃশংস হামলা চালানো হয়েছে। তথাকথিত সাত কলেজ শিক্ষার্থীদের ব্যানারে বহিরাগত একদল সন্ত্রাসী প্রবেশ করে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালায়। এ হামলায় তিন শিক্ষার্থী প্রাণ হারায় এবং শতাধিক শিক্ষার্থী ও শিক্ষক আহত হয়েছেন। আহতদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর। তাদের কয়েকজনকে নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসা দেওয়া হচ্ছে।'
দ্য বিজনেস স্ট্যান্ডার্ড কলেজ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করলে ডিএমআরসির প্রশাসনিক কর্মকর্তা ওবায়দুর রহমান মোল্লা জানান, তার কাছে নিহতের বিষয়ে কোনো তথ্য নেই। তিনি বলেন, আমাদের বহু শিক্ষক-শিক্ষার্থী আহত হয়েছেন। আমাদের অধ্যক্ষ একটি বিজ্ঞপ্তি দিয়েছেন, তাতে কোনো হতাহতের কথা উল্লেখ করা হয়নি।
এদিকে ডেমরায় সংঘর্ষের ঘটনায় ১৫ জন আহত শিক্ষার্থীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) ভর্তি করা হয়েছে বলে আজ বিকেলে জানিয়েছিলেন ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ফারুক।
গতকাল রোববার (২৪ নভেম্বর) রাজধানী ঢাকায় কলেজ ক্যাম্পাসে হামলা ও ভাঙচুরের প্রতিবাদে 'মেগা মানডে' কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছিল কবি নজরুল কলেজ এবং সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা। আজ সেই কর্মসূচি বাস্তবায়নের জন্য সকাল থেকে ধীরে ধীরে কবি নজরুল সরকারি কলেজের মূল ফটকের সামনে জড়ো হন শিক্ষার্থীরা।
এ সময় তারা হামলায় জড়িত ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট কলেজগুলোর শিক্ষার্থীদের বিচারের আওতায় আনার দাবি জানান। দুপুর ১টার দিকে ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থী ও এলাকাবাসী তাদের ধাওয়া দিলে তিন কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এতে আশপাশের সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুলসংখ্যক সদস্য মোতায়েন করা হয়।
আন্তঃপ্রাতিষ্ঠানিক দ্বন্দ্ব নিরসনে ছাত্র সংগঠনগুলোর সঙ্গে আলোচনার আহ্বান
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসউদ বলেন, দেশব্যাপী চলমান আন্তঃপ্রাতিষ্ঠানিক দ্বন্দ্ব ও সামগ্রিক সমস্যা নিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন গণ-অভ্যুত্থানে অংশ নেওয়া ক্রিয়াশীল ছাত্র সংগঠনগুলোর সঙ্গে আলোচনা সভা আহ্বান করেছে।
সংগঠনটি আশা করছে- শীঘ্রই ছাত্রসংগঠনের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় দেশের মানুষ একটি সুন্দর সমাধান দেখতে পাবে।