ঋণের প্রলোভন দেখিয়ে শাহবাগে লোক জড়ো করা মোস্তফা আমীন আটক
সমাবেশে যোগ দিলেই মিলবে সর্বনিম্ন এক লাখ থেকে কোটি টাকা পর্যন্ত সুদমুক্ত ঋণ—এমন প্রলোভনে রাজধানীর শাহবাগে লোক জড়ো করা অহিংস গণ-অভ্যুত্থানের আহ্বায়ক এ বি এম মোস্তফা আমীনকে আটক করেছে পুলিশ।
আজ সোমবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন রমনা বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার সোহেল রানা।
তিনি দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, মোস্তফা আমীনকে আটক করা হয়েছে। তবে তিনি অসুস্থ হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
সোহেল রানা জানান, সংগঠনটি সমাবেশ করবে বলে গত ২২ নভেম্বর ঘোষণা দিয়েছিল। কিন্তু তাদের সমাবেশের অনুমতি দেওয়া হয়নি।
মোস্তফা আমীন ফরোয়ার্ড পার্টিরও আহ্বায়ক।
সমাবেশে যোগ দেওয়ার জন্য বেশ কয়েকটি বাস, মাইক্রোবাস ও পিকআপে বহু মানুষ গতকাল গভীর রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাস ও শাহবাগের সোহরাওয়ার্দী উদ্যানে জড়ো হতে শুরু করে।
পরে পুলিশ তাদের সোহরাওয়ার্দী উদ্যান ও শাহবাগ এলাকা থেকে সরিয়ে দেন। পুলিশ তাদের জানায়, আজ কোনো সমাবেশ হওয়ার কথা নেই। ঋণ বিতরণের কোনো কর্মসূচিও নেই।
এদিকে সমাবেশে যোগ দেওয়ার জন্য ঢাকায় যাত্রাকালে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার করইতোলা বাজারে তিনটি যাত্রীবাহী বাস ও সাতটি মাইক্রোবাসসহ প্রায় দুই শতাধিক নারী-পুরুষকে আটকে দেয় স্থানীয় জনতা। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে কমলনগর থানা পুলিশ ও সেনাবাহিনীর একটি দল। ঘটনার সঙ্গে জড়িত ১১ জনকে আটক করা হয়।