ঢাকা ইপিজেড ও সংলগ্ন এলাকায় ১২ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস
গ্যাস পাইপলাইনে জরুরি কাজের জন্য বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সন্ধ্যা ৬টা থেকে ১২ ঘণ্টা ঢাকা ইপিজেড ও নবীনগর-চন্দ্রা এলাকার বিভিন্ন এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি জানায়, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে শুক্রবার সকাল ৬টা পর্যন্ত যেসব এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে তার মধ্যে রয়েছে ঢাকা ইজেড-০১ ও পিজেড-০২ সংলগ্ন এলাকা এবং নবীনগর-চন্দ্রা সড়কের পশ্চিম পাশ।
এ সময় আশপাশের অন্যান্য এলাকায় গ্যাস সরবরাহে চাপ কম থাকতে পারে জানিয়ে গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করে তিতাস গ্যাস।