বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারতের হস্তক্ষেপ বন্ধের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ
বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারতের অযাচিত হস্তক্ষেপ বন্ধ করা, শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়াসহ আট দাবিতে বিক্ষোভ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এছাড়াও ইসকনকে নিষিদ্ধের দাবিও জানানো হয়েছে।
আজ শুক্রবার (২৯ নভেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে 'আগ্রাসন বিরোধী ছাত্র জনতা'-এর ব্যানারে বিক্ষোভ সমাবেশ করে শিক্ষার্থীরা। পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে আন্দোলনকারীরা।
সমাবেশে ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লা বলেন, "প্রতি সপ্তাহে বাংলাদেশের সীমান্তে হত্যাকাণ্ড ঘটায় ভারত। তাদের নিজেদের দেশে প্রতিনিয়ত সংখ্যালঘু নির্যাতন হয়।
সাম্প্রতিক সময়ে একটি মসজিদকে কেন্দ্র করে কয়েকজন মুসলমান নিহত হয়েছে। অথচ তারা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলাতে আসে গুজবের ওপর ভিত্তি করে।"
তিনি আরো বলেন, "ভারত থেকে উসকানি দেওয়া হচ্ছে যেন বাংলাদেশে একটি সাম্প্রদায়িক দাঙ্গা লাগানো যায়। ন্যায্যতার সম্পর্ক বিবেচনা করলে ভারতকে আমরা বন্ধুরাষ্ট্র হিসেবে গণ্য করতে পারিনি।"
আগ্রাসন বিরোধী ছাত্র জনতার অন্যান্য দাবির মধ্যে আছে- ভারতে আশ্রয় নেওয়া শেখ হাসিনাসহ সকল সন্ত্রাসীকে ফিরিয়ে দেওয়া; ভারতের অভ্যন্তর থেকে বাংলাদেশ নিয়ে গুজব ও সাম্প্রদায়িক উসকানি বন্ধ করা; আন্তর্জাতিকভাবে বিভিন্ন দেশে নিষিদ্ধ ও বিতর্কিত সংগঠন ইসকনকে বাংলাদেশে নিষিদ্ধ করা।
এছাড়াও সীমান্ত হত্যা বন্ধ করা; বিগত ১৬ বছরে ভারতের সাথে করা আওয়ামী লীগের সকল চুক্তি রিভিউ করা এবং দেশবিরোধী চুক্তি বাতিল করা; তিস্তা সহ সকল নদীর পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করা; ভারতের অভ্যন্তরে সংখ্যালঘু নির্যাতন, জাতিগত নিধন ও ধর্মীয় উপাসনালয় ভাঙচুর বন্ধের আহ্বান জানানো হয়েছে।