মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পে যৌথ অভিযান: বোবা বিরিয়ানির ইরফানসহ গ্রেপ্তার ১১
ঢাকার মোহাম্মদপুরে জেনেভা ক্যাম্পে যৌথ অভিযান চালিয়েছে পুলিশ-সেনাবাহিনী। এ সময় ১১ জন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার (২৯ নভেম্বর) ভোররাতে জেনেভা ক্যাম্পে যৌথ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
এসব বিষয়ে মোহাম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আলী ইফতেখার হাসান বলেন, "শুক্রবার ভোররাতে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে মাদক ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। এরমধ্যে মোহাম্মদপুরের বোবা বিরিয়ানির আলতাফের ছেলে ইরফানসহ কয়েকজনের বিরুদ্ধে মামলা রয়েছে।"
তিনি আরও বলেন, বোবা বিরিয়ানির মালিক আলতাফ ও তার ছেলে মাদক কারবারি চক্রের অন্যতম হোতা। সম্প্রতি বিভিন্ন সংঘর্ষে অস্ত্রসহ আলতাফ ও তার ছেলেদের দেখা গেছে। এ সংক্রান্ত ভিডিওচিত্রও গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। আলতাফের পরিবারের সদস্যরা বিরিয়ানির ব্যবসার আড়ালে মাদক কারবারি করে আসছিল।