হাজারীবাগে চিকিৎসক খুন: সাবেক ভাড়াটিয়াসহ গ্রেপ্তার ৩
রাজধানীর হাজারীবাগের নিজ বাসায় বাংলাদেশি বংশোদ্ভুত ব্রিটিশ নাগরিক ডা. এ কে এম আব্দুর রশিদ হত্যার ঘটনায় তিন জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (২৯ নভেম্বর) খুলনার ডুমুরিয়া ও ঢাকার মোহাম্মদপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—মো. নাইম খান (২২), মো. জাহিদুর রহমান রিফাত (২০) ও মো. আবু তাহের শিকদার ওরফে শাওন (২২)।
আজ শনিবার ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পুলিশের রমনা বিভাগের উপ-কমিশনার মো. মাসুদ আলম এসব তথ্য জানান।
তিনি বলেন, নাইম ও জাহিদুর, ড. রশিদের একটি ফ্ল্যাটে ভাড়া থাকতেন। একমাস আগেই বাসাটি ছাড়েন তারা। বকেয়া ভাড়া নিয়ে আব্দুর রশিদের স্ত্রীর সঙ্গে মনোমালিন্যের জেরে তারা আগে থেকেই ক্ষিপ্ত ছিলেন। পরবর্তীতে রেস্টুরেন্ট ব্যবসা শুরুর লক্ষ্যে ওই বাসা থেকে টাকা-পয়সা লুট করার পরিকল্পনা করেন তারা।
পুলিশ কর্মকর্তা মাসুদ আলম বলেন, 'পরিকল্পনা মোতাবেক নাইম ও জাহিদুর, শাওনকে সাথে নিয়ে সীমানা প্রাচীর টপকে ড. রশিদের বাসায় প্রবেশ করেন। আব্দুর রশিদ মধ্যরাতে তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য উঠলে তাদের উপস্থিতি টের পান। পরে তিনি বাধা দিতে গেলে ধস্তাধস্তি হয় ও এক পর্যায়ে ছুরিকাঘাতে নিহত হন তিনি।'
প্রসঙ্গত, গত ১৪ নভেম্বর রাতে হাজারীবাগের একটি বাসার দ্বিতীয় তলায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে গুরুতর আহত হন আব্দুর রশিদ। পরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
চিকিৎসক আব্দুর রশিদ ও সুফিয়া রশিদ যুক্তরাজ্যের বাসিন্দা। প্রতি বছর সেপ্টেম্বরে দেশে এসে ধানমন্ডির বাসায় কয়েক মাস অবস্থান করে পুনরায় যুক্তরাজ্যে ফিরে যেতেন। তাদের পরিবারের অন্যান্য সদস্যরাও দেশের বাইরে বসবাস করেন।