‘বিএনপিকে ক্ষতিগ্রস্ত করাই তাদের কাজ’: ইউটিউবারদের উদ্দেশে মির্জা আব্বাস
দেশের বাইরে বসে কিছু ইউটিউবার ও ব্লগার বিএনপিকে বিএনপিকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।
রোববার (১ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবে স্বাধীনতা ফোরাম আয়োজিত 'বর্তমান প্রেক্ষাপটে স্বাধীনতা, গণতন্ত্র ও ভোটের অধিকার' শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মির্জা আব্বাস বলেন, 'দেশে এবং দেশের বাইরে থেকে কিছু লোক বিএনপিকে আওয়ামী লীগের সাথে ট্যাগ করার চেষ্টা করছে। আমাদের দেশের বাইরে কিছু ভাই আছেন, যারা ইউটিউবার ও ব্লগার। তাদের যেন কোনো কাজ নেই। বিএনপিকে ক্ষতিগ্রস্থ করাই তাদের কাজ।'
তিনি আরও বলেন, 'আমরা স্বাধীন সংবাদপত্র চাই, কিন্তু অপসাংবাদিকতা চাইনা। কেউ যদি বাংলাদেশে বসে বিদেশে বৃষ্টি হলে ছাতা ধরে, সেটা যদি কোনো পত্রিকা হয় তাকে আমরা কী করব। ভারতে বৃষ্টি হলে ওনারা বাংলাদেশ থেকে ছাতা ধরেন।'
মির্জা আব্বাস বলেন, \বিভিন্নভাবে আমাদের দেশকে ও সরকারকে বিব্রত করার একটা অশুভ প্রচেষ্টা চলছে। কিন্তু বিএনপিসহ অন্যান্য রাজনৈতিক দলগুলো এই সরকারকে সার্থক করার জন্য সহযোগিতা করছে। খেয়াল করছি, এই সরকারে কিছু লোক ছিল, এখন নতুন করে কিছু যোগ হয়েছে যারা প্রধান উপদেষ্টাকে ভুল পথে পরিচালিত করার চেষ্টা করছে। কিন্তু বিএনপিসহ অন্যরা চেষ্টা করছে ঠিক পথে রাখার। এজন্য আমরা মাঝেমধ্যে সরকারের সাথে দেখা-সাক্ষাৎ করি।'
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা প্রসঙ্গে তিনি বলেন, 'আল্লাহর রহমতে তিনি সহী-সালামতে ফিরে আসবেন, খুব তাড়াতাড়ি।'
২১ আগস্ট গ্রেনেড হামলা প্রসঙ্গে মির্জা আব্বাস বলেন, '২১ আগস্টের হামলা ছিল কোনো বিদেশি শক্তির দ্বারা পরিকল্পিত হামলা। সেই হামলায় কখনও বিএনপি জড়িত ছিলো না। একটা বিদেশি শক্তি এই অপকর্ম করে দেশনেত্রী বেগম জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে ফাাঁসাতে চেয়েছিল। এমনকি একটি ভুল, মিথ্যা, সাজানো মামলা তৈরি করে সাজানো গল্পের ওপর ভিত্তি করে সাজা দিয়েছিল।'