নির্বাচন কমিশনের সচিব হলেন আখতার আহমেদ
নির্বাচন কমিশনের (ইসি) জ্যেষ্ঠ সচিব হিসেবে দুই বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন আখতার আহমেদ।
বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখার উপসচিব আবুল হায়াত মো. রফিক স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৯ ধারা অনুযায়ী আখতার আহমেদকে যোগদানের তারিখ থেকে দুই বছর মেয়াদে নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।
সচিব নিয়োগ পাওয়ার পর প্রতিক্রিয়ায় আখতার আহমেদ বলেন, 'আমাকে অন্তর্বর্তীকালীন সরকার নতুন দায়িত্ব দিয়েছে। আশা করি, নির্বাচন কমিশন সচিবালয়ে সততা, নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করব।'
বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস)-এর প্রশাসন ক্যাডারের ১৯৮২ ব্যাচের কর্মকর্তা আখতার আহমেদ।
সর্বশেষ গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ে যুগ্মসচিবের (প্রশাসন) দায়িত্ব পালন করে ২০১৫ সালে অবসরে যান তিনি।
খুলনায় জন্মগ্রহণকারী আখতার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটে পড়াশোনা করেছেন।
উল্লেখ্য, গত মঙ্গলবার ইসি সচিব পদে থাকা শফিউল আজিমকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়। গতকাল ছিল ইসিতে তার শেষ কর্মদিবস।