আইনজীবী সাইফুল হত্যা মামলা: দুই আসামির রিমান্ড মঞ্জুর
আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলার প্রধান আসামি চন্দন দাসের সাত দিনের রিমান্ড এবং আরেক আসামি রিপন দাসের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
আজ শুক্রবার (৬ ডিসেম্বর) পুলিশের আবেদনের শুনানি শেষে বিকেলে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কাজী শরিফুল ইসলাম এ আদেশ দেন।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উপ-কমিশনার (অপরাধ) রইস উদ্দিন দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে এ তথ্য জানিয়েছেন।
দুজন আসামিকে কড়া নিরাপত্তায় আদালতে হাজির করা হয়। আইন প্রয়োগকারী সংস্থাগুলো সকাল থেকেই আদালত চত্বর এবং আশেপাশের এলাকায় কঠোর নিরাপত্তার চাদরে ঢেকে ফেলেছিল।
রিমান্ডের আদেশ জারি হওয়ার পর, আদালত চত্বরে বেশ কয়েকজন আইনজীবী আসামিদের মৃত্যুদণ্ডের দাবিতে স্লোগান দেন এবং ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসায়নেসকে (ইসকন) নিষিদ্ধ করার দাবি জানায়।
পুলিশ জানায়, গতকাল বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) ভোরে ভৈরব মোড় থেকে চন্দনকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে সিএমপির কাছে হস্তান্তর করা হয়। বৃহস্পতিবার সন্ধ্যায় চট্টগ্রামের আনোয়ারা উপজেলা থেকে রিপনকে গ্রেপ্তার করা হয়।