জনগণের মাঝে আস্থা ফিরিয়ে আনাই মূল চ্যালেঞ্জ: তারেক রহমান
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জনগণের আস্থা ফিরিয়ে আনাই এখন মূল চ্যালেঞ্জ। এ জন্য দলের নেতাকর্মীদের রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা নিয়ে জনগণের কাছে যাওয়ার আহ্বান জানান তিনি। জনগণের প্রত্যাশা অনুযায়ী কাজ করলেই আস্থা ফিরে আসবে বলে মন্তব্য করেন তিনি।
'জনগণের সমর্থন আমাদের পক্ষে রাখতে হবে। কেউ কেউ ভাবছে আমরা ইতোমধ্যেই ক্ষমতায় চলে গেছি। কিন্তু আমরা জানি না ক্ষমতায় যাব কি না। জনগণের সমর্থন পেলে তবেই ক্ষমতায় যাওয়া সম্ভব হবে। এজন্য সবার আগে জনগণের আস্থা ফিরিয়ে আনতে হবে।'
শনিবার (৭ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় ফরিদপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে 'রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তি' বিষয়ক বিভাগীয় প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অধিবেশনে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান এসব কথা বলেন।
নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, 'দলের কেউ ভুল করলে তাদের সতর্ক ও সচেতন করতে হবে এবং সঠিক পথে ফিরিয়ে আনতে হবে। জনগণের আস্থা ধরে রাখা কঠিন, তবে এটি নেতাকর্মীদের দায়িত্ব। জনগণের সঙ্গে থাকতে হবে এবং তাদের পাশে রাখতে হবে।'
তারেক রহমান আরও বলেন, বিএনপি সবসময় দেশের উন্নয়ন ও জনগণের কল্যাণে কাজ করে। এজন্য দুই বছর আগেই দলটি রাষ্ট্র সংস্কারের ৩১ দফার কথা বলেছে। তৃণমূল পর্যায়ে এ দফাগুলো পৌঁছে দিতে হবে এবং সাধারণ মানুষের সমর্থন আদায় করতে হবে।
ছাত্রদলের এক নেতার প্রশ্নের জবাবে তিনি বলেন, 'প্রধানমন্ত্রী পদে দুইবারের বেশি থাকার কোনো সুযোগ নেই। আমরা যে কথা দিয়েছি, তা রাখতে চাই।'
ফ্যাসিস্ট সরকার উৎখাতে সব শ্রেণি-পেশার মানুষের ভূমিকা ছিল উল্লেখ করে তিনি বলেন, 'কোনো বড় কাজ এককভাবে সম্ভব নয়, সবার অংশগ্রহণ প্রয়োজন। বিএনপির প্রতি জনগণের আস্থা আছে এবং তা ধরে রাখতে হবে।'
তারেক রহমান বলেন, 'দেশে সুষ্ঠু ও অবাধ নির্বাচন দরকার। জনগণ যাকে ভোট দেবে, সেই নির্বাচিত হবে এবং আমরা সেই সিদ্ধান্ত মেনে নেব। এজন্য নেতাকর্মীদের স্ব স্ব অবস্থান থেকে ভূমিকা নিতে হবে।'
তিনি আরও বলেন, 'আমরা দেশে জবাবদিহিতার পরিবেশ তৈরি করতে চাই। ইউনিয়ন পর্যায়ের সদস্য থেকে শুরু করে মন্ত্রী-প্রধানমন্ত্রী পর্যন্ত সবাইকে জবাবদিহিতার আওতায় আনতে হবে। অতীতে জবাবদিহিতা না থাকায় হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার হয়েছে। জবাবদিহিতা থাকলে এসব সম্ভব হতো না।'
বিএনপির ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শ্যামা ওবায়েদ ইসলাম রিঙ্কুর সভাপতিত্বে কর্মশালায় আরও বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।
দিনব্যাপী এ কর্মশালায় ফরিদপুর বিভাগের পাঁচ জেলার বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।