সব দল নিয়ে এমন সরকার গঠন করতে চাই যাতে সবাই মতামত রাখতে পারে: তারেক
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আমরা সব দল নিয়ে এমন সরকার গঠন করতে চাই, যাতে সব মানুষ মতামত রাখতে পারে। প্রত্যেককে তার অবস্থান থেকে জনগণের প্রত্যাশা পূরণে কাজ করতে হবে। জনগণের আস্থাকে রক্ষা করতে হবে। এ ব্যাপার সচেতন থাকতে হবে।
আজ রোববার (০৮ ডিসেম্বর) বিকেলে বরিশাল নগরে জেলা শিল্পকলা একাডেমিতে 'রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তি'শীর্ষক বিভাগীয় প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ কথা বলেন।
নেতা-কর্মীদের উদ্দেশে তারেক বলেন, আপনাদের ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে। জনগণের বিশ্বাস ও আস্থা অর্জন করতে হবে। তাদের বিশ্বাস ও আস্থাই আমাদের পুঁজি।
জনগণের আস্থা ও বিশ্বাস হারানোর মতো এমন কোনো কর্মকাণ্ড বিএনপির নেতা-কর্মী ও অঙ্গসংগঠনের কাছ থেকে প্রত্যাশা করেন না উল্লেখ করে তারেক বলেন, দেশ পুনর্গঠনের জন্য ৩১ দফা মানুষের দোড়গোড়ায় পৌঁছে দিতে হবে।
এর আগে সকালে কর্মশালার উদ্বোধন করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান। তিনি বলেন, আওয়ামী লীগের দুঃশাসন-নিপীড়ন অত্যাচারে বরিশালেও কেউ ঘরে থাকতে পারেনি। আমাদের নেতা-কর্মীদের বিরুদ্ধে একের পর এক হামলা-মামলা হয়েছে। অনেককে গুম করে ফেলা হয়েছে। ভয়ানক দুঃশাসন পার করে বিপ্লবের মধ্য দিয়ে আমরা আজ স্বাধীন। স্বৈরাচার শেখ হাসিনা পালালেও তার দোসররা কিন্তু পালিয়ে যাননি। তারা বিভিন্নভাবে সমাজকে, রাষ্ট্রকে অস্থিতিশীল করে তুলছে।
বিএনপির বরিশাল বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক আ ক ন কুদ্দুসুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ৩১ দফা প্রণয়ন কমিটির সদস্য ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ, মজিবর রহমান সরোয়ার, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা ড. মাহদী আমিন, বিএনপির বরিশাল বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হক নান্নু প্রমুখ।