আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি এখন কক্সবাজারে, কাল সৈকতে জনসমক্ষে দেখা যাবে
আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি নেওয়া হলো কক্সবাজারে, আগামীকাল কক্সবাজার সমুদ্রসৈকতের লাবনী পয়েন্টে ট্রফিটি প্রথম জনসমক্ষে দেখা যাবে।
মঙ্গলবার (১০ ডিসেম্বর) সন্ধ্যা সোয়া ৬টার পর পর ট্রফিটি বহনকারী এয়ারস্ট্র এর একটি ফ্লাইট কক্সবাজার বিমানবন্দরে পৌঁছেছে বলে নিশ্চিত করেছেন কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইয়ামিন হোসেন।
তিনি বলেন, 'সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে বিমানবন্দরে থেকে ট্রফিটি নিয়ে যাওয়া হয় সৈকতের লাবণী পয়েন্টে বিজিবির উর্মি গেস্টহাউজে। চ্যাম্পিয়নস ট্রফিটি প্রথম জনসমক্ষে দেখা যাবে বুধবার।'
তিনি আরও বলেন, 'ট্রফিটি সর্বসাধারণের প্রদর্শনের জন্য রাখা হবে সমুদ্রসৈকত সৈকতের লাবণী পয়েন্টে (সীমান্ত সম্মেলেনকেন্দ্র ঊর্মির সামনে)। কাল সকাল ১০টা থেকে বেলা ৩টা পর্যন্ত ট্রফিটি দেখার সুযোগ থাকবে।'
অতিরিক্ত জেলা প্রশাসক ইয়ামিন বলেন, 'বুধবার বিকালে কক্সবাজারে প্রদর্শনী শেষে ট্রফিটি পুনরায় ঢাকায় নিয়ে যাওয়া হবে।'
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ঢাকায় অবস্থানরত উৎসাহীরা চ্যাম্পিয়ন্স ট্রফি দেখতে পাবেন ১২ ডিসেম্বর পান্থপথের বসুন্ধরা সিটি শপিং মলে। সেদিন জনসাধারণের দর্শনের জন্য ট্রফি রাখা হবে বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত। পরদিন, অর্থাৎ, ১৩ ডিসেম্বর ট্রফি যাবে মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে। বেলা ১১টা থেকে বেলা ৩টা পর্যন্ত ট্রফি সেখানে রাখা হবে।