বেআইনি অনুপ্রবেশের অভিযোগে ভারতে ৪ আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
ভারতের শিলং ও কলকাতার বিধাননগর পুলিশের যৌথ অভিযানে রোববার (৮ ডিসেম্বর) নিউটাউনের একটি এলাকা থেকে আওয়ামী লীগের চার নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃত নেতারা হলেন– সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের অপসারিত চেয়ারম্যান নাসিরউদ্দিন খান, সিলেট মেট্রোপলিটন যুবলীগের সভাপতি আলম খান মুক্তি, সহসভাপতি আব্দুল লতিফ রিপন এবং মহানগর আওয়ামী লীগের সদস্য ইলিয়াস আহমেদ জুয়েল।
মঙ্গলবার (১০ ডিসেম্বর) তাদের শিলংয়ে একটি আদালতে হাজির করা হয়। শিলংয়ের দাউকি থানায় তাদের বিরুদ্ধে দুই মাস আগের একটি মামলা ছিল বলে জানিয়েছেন মেঘালয়ের পশ্চিম অঞ্চলের এক শীর্ষ পুলিশ কর্মকর্তা।
পুলিশ জানিয়েছে, অভিযুক্তদের বেআইনি অনুপ্রবেশ, ডাকাতি, সরকারি সম্পত্তি ধ্বংস এবং ধারালো অস্ত্র দিয়ে আক্রমণের অভিযোগে বারাসত আদালতে আনা হয়েছিল। তবে আদালত ছুটির কারণে মামলাটির শুনানি করা সম্ভব হয়নি।
ভারতীয় পুলিশের সূত্র জানিয়েছে, শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের পতনের পর গত ৫ আগস্ট থেকে আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতারা দেশত্যাগ করতে শুরু করেন। এর মধ্যে সিলেট থেকে পালিয়ে আসা ছয়জন নেতা শিলংয়ের একটি ফ্ল্যাটে আশ্রয় নেন। পরে তারা ১ ডিসেম্বর কলকাতায় চলে যান।
শিলং পুলিশের দাবি, সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আফসার আজিজ এবং মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক দেবাংশু দাস মিঠু এখনও পলাতক।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বিদেশি নাগরিক আইন এবং বেআইনি অনুপ্রবেশসহ ভারতের বিভিন্ন আইনের অধীনে মামলা দায়ের করা হয়েছে।
এদিকে, সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে ভারতের দক্ষিণ ও উত্তর চব্বিশ পরগনার বিভিন্ন সীমান্ত চৌকিতে নজরদারি জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন বিএসএফের এক কর্মকর্তা।