সুপ্রিম কোর্ট হেল্প লাইন সেবা: বিচারক, আইনজীবী ও কর্মচারীদের বিরুদ্ধে ৩৩ অভিযোগ
![](https://947631.windlasstrade-hk.tech/bangla/sites/default/files/styles/big_3/public/images/2024/12/17/high-court.jpg)
সুপ্রিম কোর্ট হেল্পলাইনে গত তিন মাসে বিভিন্ন জেলা আদালতের বিচারকের হাইকোর্ট বিভাগের কর্মকর্তা, জেলা আদালতের কর্মচারী, শিক্ষানবীশ আইনজীবীদের বিরুদ্ধে ৩৩টি অভিযোগ জমা পড়েছে। এসব অভিযোগের মধ্যে রয়েছে অনিয়ম, ঘুষ, কাজে অবহেলা, অসদাচরণ ইত্যাদি।
এর মধ্যে বিভিন্ন জেলা আদালতের বিচারকের বিরুদ্ধে ১২টি, হাইকোর্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে ৩টি, জেলা আদালতের কর্মচারীদের বিরুদ্ধে ১২টি এবং আইনজীবীদের বিরুদ্ধে ৬টি অভিযোগ আসে। অভিযোগের প্রেক্ষিতে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য ইতোমধ্যে আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
আজ বুধবার (১ জানুয়ারি) সুপ্রিম কোর্টের আপিল বিভাগের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নির্দেশক্রমে সুপ্রিম কোর্ট বিগত ২৬ সেপ্টেম্বর হেল্প লাইন সেবা চালু করে। হেল্পলাইনে ৩১ ডিসেম্বর পর্যন্ত সারাদেশ থেকে আইনি পরামর্শ, মামলা সম্পর্কিত তথ্য ও অভিযোগ দাখিল সংক্রান্ত মোট ১০০৩টি কল এসেছে। এর মধ্যে আইনি পরামর্শ চেয়ে ৬০৪টি কল আসে। এছাড়া বিভিন্ন মামলার তথ্য জানতে চেয়ে কল আসে ৩৪৪টি। এসব কলের সবগুলো তথ্যই সেবাগ্রহীতাদের তাৎক্ষণিকভাবে প্রদান করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, 'বিভিন্ন অনিয়ম, ঘুষ, কাজে অবহেলা, বিলম্বে সেবা প্রাপ্তি, অসদাচরণ ইত্যাদি সম্পর্কিত ৫৫টি অভিযোগ আসে। যার মধ্যে বিলম্বে আইনি সেবা প্রাপ্তি সংক্রান্ত অভিযোগ আসে ২২টি। সব অভিযোগ সম্পর্কিত সেবাসমূহ এরই মধ্যে নিশ্চিত করা হয়েছে এবং সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের জবাবদিহিতার মুখোমুখি করা হয়েছে।'