‘সংস্কার নাকি নির্বাচন’ এ ধরনের জিজ্ঞাসা অসৎ: তারেক রহমান
'সংস্কার নাকি নির্বাচন'—এ ধরনের জিজ্ঞাসাকে বিএনপি তথা দেশপ্রেমিক শক্তি, সিংহভাগ মানুষ, সব রাজনৈতিক দল স্রেফ অসৎ উদ্দেশ্যপ্রণীত কূটতর্ক বলেই বিবেচনা করে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
তিনি বলেন, "কোনো কোনো মহল থেকে 'সংস্কার নাকি নির্বাচন'—এ ধরনের জিজ্ঞাসা করা হচ্ছে। বিএনপি মনে করে, রাষ্ট্র, রাজনীতি এবং রাজনৈতিক দলের গুণগত পরিবর্তনের জন্য সংস্কার এবং নির্বাচন উভয়ই প্রয়োজন। বিদ্যমান ব্যবস্থাকে সময়োপযোগী করতে সংস্কার একটি অনিবার্য ধারাবাহিক প্রক্রিয়া। এভাবে গণতন্ত্রকে টেকসই এবং প্রাতিষ্ঠানিক রূপ দিতে নির্বাচনই সবচেয়ে গুরুত্বপূর্ণ ও কার্যকর পন্থা। নির্বাচনের মাধ্যমে জনগণ ভোটের অধিকার প্রয়োগের যে সুযোগটি পায়, সেটি রাষ্ট্রে জনগণের রাজনৈতিক ক্ষমতা নিশ্চিত করে।"
আজ বুধবার (১ জানুয়ারি) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তিনি।
এ সময় গুমের শিকার ও শহীদ হওয়া সহকর্মীদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে তারেক রহমান বলেন, "দেশ এবং জনগণের কাঁধে চেপে বসে থাকা মাফিয়া স্বৈরাচারের অপমানজনক বিদায়ের মাধ্যমে পার হলো ঐতিহাসিক ২০২৪। নিরপরাধ বাংলাদেশ গড়ার এক অপার সম্ভাবনা নিয়ে আরেকটি নতুন বছরের যাত্রা শুরু হলো আজ থেকে।" এ সময় তিনি ছাত্রজনতাকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানান।
তারেক রহমান বলেন, "নানা চড়াই-উতরাই পেরিয়ে জাতীয়তাবাদী ছাত্রদল, ছাত্রসমাজের সবার কাছে জনপ্রিয় সংগঠনে পরিণত হয়েছে। মেধা-মননে সংগঠনটি সাধারণ শিক্ষার্থী ও জনমনে ইতিবাচক ভাবমূর্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে সক্ষম হয়েছে। হাজারো ছাত্রজনতার সীমাহীন আত্মত্যাগ আর তেজস্বী দীপ্ত সাহসী ভূমিকার কারণে মাফিয়া সরকারের পতন ও পলায়ন হয়েছে।"
নেতা-কর্মীদের উদ্দেশে তিনি বলেন, "আমাদের খেয়াল রাখতে হবে, কোনো হঠকারী সিদ্ধান্তের কারণে যাতে গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বিনষ্ট হওয়ার পরিস্থিতি সৃষ্টি না হয়।" এ ব্যাপারে ছাত্রদলের প্রত্যেকটি নেতা-কর্মীকে সচেতন ও সজাগ থাকার নির্দেশ দেন তিনি।