জানুয়ারিতে একাধিক শৈত্যপ্রবাহ হতে পারে: আবহাওয়া অফিস
আগামী ১০ জানুয়ারির পর সারাদেশে একাধিক শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে বলে পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
আজ বৃহস্পতিবার (২ জানুয়ারি) আবহাওয়াবিদ ওমর ফারুক বলেন, 'জানুয়ারিতে এক থেকে দুটি মাঝারি থেকে তীব্র শৈত্যপ্রবাহ এবং দুই থেকে তিনটি মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।'
বলা হয়েছে, 'চলমান মৃদু শৈত্যপ্রবাহ আরও কয়েক দিন অব্যাহত থাকবে বলে ধারণা করা হচ্ছে। এসময় মধ্যরাত থেকে দুপুর পর্যন্ত মাঝারি থেকে ঘন কুয়াশা থাকবে।'
বৈজ্ঞানিক সংজ্ঞা অনুযায়ী, তাপমাত্রা ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলে মৃদু শৈত্যপ্রবাহ বোঝায়। আর ৬ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা মাঝারি শৈত্যপ্রবাহ এবং তাপমাত্রা ৬ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে গেলে তীব্র শৈত্যপ্রবাহ দেখা দেয়।
গত কয়েকদিন ধরে দেশের উত্তরাঞ্চলে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ায় স্বাভাবিক জনজীবন ব্যাহত হচ্ছে।
এছাড়া, দেশের বিভিন্ন স্থানে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। বৃহস্পতিবার সকালে চুয়াডাঙ্গায় দেশের সর্বনিম্ন ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ।
আবহাওয়ার নিয়মিত বুলেটিনে আরও বলা হয়েছে, ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌ পরিবহন ও সড়ক যোগাযোগ সাময়িকভাবে বিঘ্নিত হতে পারে।
অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশে আবহাওয়া শুষ্ক থাকতে পারে।
রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে। দিনের বেলা ঘন কুয়াশা কিছু এলাকায় শীতের অনুভূতি তীব্র করতে পারে।