আখাউড়ায় এইচএমপিভি ভাইরাস নিয়ে সতর্কতা
এইচএমপিভি ভাইরাসের সংক্রমণ রোধে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে সতর্কতা জারি করেছে জেলা স্বাস্থ্য বিভাগ। বন্দরে ইমিগ্রেশন ভবনের পাশে বসানো হয়েছে হেলথ্ ডেস্ক। পাশাপাশি চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সমন্বয়ে গঠন করা হয়েছে মেডিকেল টিম। তবে এখনও পর্যন্ত এইচএমপিভি ভাইরাসে আক্রান্ত কোনো যাত্রী শনাক্ত হয়নি।
বন্দর ও স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, গতকাল সোমবার থেকে আখাউড়া স্থলবন্দরে সতর্কতা জারি করা হয়েছে। হেলথ ডেস্কের স্বাস্থ্যকর্মীরা ভারত ফেরত যাত্রীদের শরীরের তাপমাত্রা পরিমাপসহ শারীরিক তথ্য সংগ্রহ করে নির্ধারিত রেজিস্টারে লিপিবদ্ধ করছেন। কোনো যাত্রীর শরীরে এইচএমপিভি ভাইরাসের উপসর্গ পাওয়া গেলে তাকে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হবে। তবে সতর্কতা হিসেবে প্রত্যেক যাত্রীকে মাস্ক পরিধানসহ সচেতনতা অবলম্বনের পরামর্শ চিকিৎসকদের। যদিও যাত্রীদের অধিকাংশই এইচএমপিভি ভাইরাস সম্পর্কে অবগত নন।
আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট পুলিশের ওসি শফিকুল ইসলাম জানান, যাত্রীদের পাশাপাশি আমদানি-রপ্তানি পণ্যবোঝাই ট্রাকের চালক ও সহযোগীদেরকেও হেল স্ক্রিনিংয়ের আওতায় আনা হবে।
আখাউড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. হিমেল খান জানান, এইচএমপিভি ভাইরাস নিয়ে এখনও স্বাস্থ্য অধিদপ্তর থেকে সুনির্দিষ্ট কোনো বার্তা পাওয়া যায়নি। তবে আগাম সতর্কতা হিসেবে ইমিগ্রেশনের পাশে হেলথ্ ডেস্ক বসানো হয়েছে। সেখানে সার্বক্ষণিক স্বাস্থ্যকর্মী নিয়োজিত আছেন। প্রত্যেক যাত্রীর প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে।