‘আমরা আমাদের অবস্থান স্পষ্ট করেছি’: সীমান্ত উত্তেজনা নিয়ে বাংলাদেশকে ভারত
নিরাপত্তা ব্যবস্থা জোরদার ও দ্বিপাক্ষিক চুক্তি মেনে চলার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে বাংলাদেশের সঙ্গে অপরাধমুক্ত সীমান্ত নিশ্চিতের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে ভারত।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়ালের উদ্ধৃতি দিয়ে এ খবর জানিয়েছে ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।
প্রতিবেদনে বলা হয়েছে, আজ শুক্রবার সাপ্তাহিক ব্রিফিংয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বাংলাদেশ ইস্যুতে কথা বলেন রণধীর জয়সোয়াল।
তিনি বলেন, ''আমরা (বাংলাদেশের) ভারপ্রাপ্ত ডেপুটি হাইকমিশনারকে ডেকে সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার বিষয়ে আমাদের অবস্থান স্পষ্ট করেছি।''
তিনি আরও বলেন, ''আমরা সীমান্তে অপরাধমূলক কর্মকাণ্ড, চোরাচালান ও পাচার মোকাবিলা এবং সীমান্তে কাঁটাতারের বেড়া, লাইট ও প্রযুক্তিগত ডিভাইস স্থাপন করে বাংলাদেশের সঙ্গে অপরাধমুক্ত সীমান্ত নিশ্চিতে প্রতিশ্রুতিবদ্ধ।''
বাংলাদেশ-ভারত সীমান্ত উত্তেজনা নিয়ে গত সোমবার (১৩ জানুয়ারি) নয়াদিল্লিতে বাংলাদেশের ভারপ্রাপ্ত ডেপুটি হাইকমিশনার মো. নুরল ইসলামকে তলবের সপ্তাহ খানেক পর রণধীর জয়সোয়াল এসব কথা বললেন।
এর আগে গত রোববার (১২ জানুয়ারি) একই ইস্যুতে ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব করেছিল বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়।