রেমিট্যান্সে প্রণোদনা ২.৫% থেকে বাড়িয়ে ৪% করা উচিত: ডিবেট ফর ডেমোক্রেসি চেয়ারম্যান
প্রবাসীদের রেমিটেন্সে প্রণোদনা ২ দশমিক ৫ শতাংশ থেকে বাড়িয়ে ৪ শতাংশ করার প্রস্তাব এসেছে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির আয়োজনে অনুষ্ঠিত এক সেমিনারে।
আজ ১৮ জানুয়ারি শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির আয়োজনে এ সেমিনার এবং আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে বিতর্ক প্রতিযোগিতার চ্যাম্পিয়ন ও রানারআপ দলকে সংবর্ধনা প্রদান করা হয়।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপনকালে ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ প্রণোদনা বাড়ানোর প্রস্তাব করেন।
তিনি বলেন, বৈধভাবে রেমিটেন্স প্রেরণে সরকার এবং ব্যাংকগুলোকে আরও আন্তরিক হতে হবে। হুন্ডি ব্যবসায়ীদের মতো ব্যাংকগুলোকে বিশেষ ব্যবস্থায় কর্মীদের কর্মস্থলে গিয়ে অর্থ সংগ্রহ করতে হবে। পাশাপাশি মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে প্রাপকের কাছে সহজে টাকা প্রেরণের ব্যবস্থাও নিশ্চিত করতে হবে।
তিনি আরও বলেন, 'অভিবাসীদের প্রেরিত অর্থের ওপর সরকারি প্রণোদনা ২ দশমিক ৫ শতাংশ থেকে বাড়িয়ে ৪ শতাংশ করার সুপারিশ করছি। এতে প্রবাসীরা বৈধ চ্যানেলে অর্থ পাঠাতে আরও উৎসাহিত হবেন।'
তিনি উল্লেখ করেন, গত বছরে প্রবাসীরা ২৭ বিলিয়ন ডলার দেশে প্রেরণ করেছেন। দেশের কর্মক্ষম ২৫ শতাংশ মানুষের কর্মসংস্থান হয় অভিবাসনের মাধ্যমে। বৈদেশিক কর্মসংস্থান না থাকলে দেশের দরিদ্র মানুষের সংখ্যা আরও ১০ শতাংশ বেড়ে যেত।
সেমিনারের প্রধান অতিথি সিপিডি'র নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন বলেন, প্রবাসী আয়ে হুন্ডি বন্ধ এবং দক্ষ কর্মী বিদেশে পাঠানোর ওপর গুরুত্ব দিতে হবে।
তিনি বলেন, অন্যান্য দেশের তুলনায় আমাদের দেশে হুন্ডির পরিমাণ অনেক বেশি। এটা বন্ধে উদ্যোগ নেওয়া প্রয়োজন। রেমিটেন্স যোদ্ধাদের জন্য প্রণোদনা বাড়ানো হলে তারা টাকা পাঠানোয় আরও উৎসাহিত হবেন। বিদ্যামান ২ দশমিক ৫ শতাংশ থেকে বাড়িয়ে ৪ শতাংশ করার যে প্রস্তাব এসেছে, সেটা বিবেচনা করা যেতে পারে।
তিনি আরও বলেন, বিদেশি হাই-কমিশন ও ব্যাংকগুলোকে প্রবাসীদের সেবায় আরও বেশি আন্তরিক হতে হবে। এয়ারপোর্টের প্রবাসী লাউঞ্জে যে বার্গার দেয়া হচ্ছে, তা তারা খেতে অভ্যস্ত কি না সেটা বুঝতে হবে। প্রবাসীরা সোনার হরিণ। তাদের সঠিকভাবে লালন পালন করা প্রয়োজন। তাদের প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করতে হবে।
ড. ফাহমিদা জানান, বর্তমানে বিদেশগামী কর্মীদের অধিকাংশই অদক্ষ। তাই দক্ষ কর্মী প্রেরণের ওপর গুরুত্ব দিলে রেমিটেন্স আরও বাড়বে।
সেমিনার শেষে আন্তর্জাতিক অভিবাসী দিবস-২০২৪ বিতর্ক প্রতিযোগিতার চ্যাম্পিয়ন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় এবং রানারআপ বেগম রোকেয়া সরকারি মহিলা কলেজের দলকে নগদ পুরস্কার, ট্রফি, ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়।