ঢাকা বিমানবন্দরে ফের বোমা হামলার হুমকি, শান্ত থাকার আহ্বান কর্তৃপক্ষের
রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আবারও বোমা হামলার হুমকির কথা জানিয়েছে কর্তৃপক্ষ।
এর আগে, গতকাল সকালে রোম থেকে ঢাকায় আসা একটি ফ্লাইটে একই ধরনের হুমকির পর, রাতে ফের এপিবিএন ডিউটি অফিসারের ফোনে আরেক দফা হুমকি দেওয়া হলো।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম গণমাধ্যমে পাঠানো এক লিখিত বার্তায় বলেন, 'প্রটোকল অনুযায়ী আমরা সব সংস্থার সঙ্গে সমন্বয় করে কাজ করছি এবং নিরাপত্তা জোরদার করছি।'
'বিমানবন্দরের সমস্ত কার্যক্রম স্বাভাবিকভাবে চলছে। আমরা সবাইকে আতঙ্কিত না হওয়ার জন্য অনুরোধ করছি,' বলেন তিনি।
এর আগে, গতকাল (২২ জানুয়ারি) রোম থেকে ঢাকা আসার পথে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৩৫৬ ফ্লাইটে বোমা হামলার হুমকি পায় কর্তৃপক্ষ।
ফ্লাইটটি ২৫০ জন যাত্রী এবং ১৩ জন ক্রু সদস্য নিয়ে বুধবার সকাল ৯টা ২০ মিনিটে ঢাকায় নিরাপদে অবতরণ করে।
হুমকির বিষয়টি নিশ্চিত করে এক বিবৃতিতে গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম বলেন, 'একটি অপরিচিত নম্বর থেকে আমরা ফ্লাইটে বোমা হামলার হুমকি পেয়েছি। সব যাত্রী নিরাপদে বিমান থেকে নেমে টার্মিনালে গেছেন।'
সেখানে আর কোনো ধরনের হুমকি আছে কিনা, তা খতিয়ে দেখতে প্রোটোকল অনুসরণ করা হচ্ছে বলেও জানান তিনি।
জানা যায়, পাকিস্তানের একটি হোয়াটসঅ্যাপ নম্বর থেকে বোমা হুমকির ওই বার্তা পাঠানো হয়েছিল। যদিও পরে ওই নম্বরে কল দেওয়া হলে কেউ রিসিভ করেনি।
পরে একইদিন দুপুরে এক বিবৃতিতে কামরুল ইসলাম জানান, প্রোটোকল অনুযায়ী সমস্ত লাগেজ এবং জিনিসপত্র পরীক্ষা করা হয়েছে। তবে সেখানে বোমা বা এ ধরনের কোনো কিছুর হুমকি পাওয়া যায়নি।