জিয়াউল আহসান, তার স্ত্রীর ৪১ কোটি টাকার অবৈধ সম্পদের খোঁজ পেয়েছে দুদক
প্রায় ৪০ কোটি ৮৭ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জন এবং ৩৪২ কোটি টাকার অস্বাভাবিক লেনদেনের অভিযোগে ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের (এনটিএমসি) সাবেক মহাপরিচালক ও মেজর জেনারেল (বরখাস্ত) জিয়াউল আহসান ও তার স্ত্রীর বিরুদ্ধে পৃথক দুইটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) আক্তার হোসেন রাজধানীর সেগুনবাগিচায় সংস্থাটির প্রধান কার্যালয়ে সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।
এসময় তিনি বলেন, 'জিয়াউল আহসান নিজ নামে ২২ কোটি ২৭ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জন করেছেন। এছাড়া তার আট ব্যাংক অ্যাকাউন্টে ১২২ কোটি টাকার অস্বাভাবিক লেনদেনের তথ্য পাওয়া গেছে।'
তিনি আরও বলেন, 'এছাড়া, তার স্ত্রী নুসরাত জাহানের ১৮ কোটি ৫৯ লাখ টাকার অবৈধ সম্পদের তথ্য পাওয়া গেছে। আর তার চার ব্যাংক অ্যাকাউন্টে ২২২ কোটি ৫ লাখ টাকার অস্বাভাবিক লেনদেনের তথ্য পাওয়া গেছে।'
তবে অস্বাভাবিক লেনদেনের সময়কাল জানাননি দুদকের এই কর্মকর্তা।